Beta
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
পেনাল্টি মিস ফিগেইরার, শীর্ষে মোহামেডান

লিগে প্রথমবার কিংসকে হারাল আবাহনী

দেশি খেলোয়াড়দের নিয়েই লিগে প্রথমবার কিংসকে হারাল আবাহনী । ছবি : বাফুফে
দেশি খেলোয়াড়দের নিয়েই লিগে প্রথমবার কিংসকে হারাল আবাহনী । ছবি : বাফুফে
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দর্শকরা ঠিকভাবে বসতেও পরেননি হয়তো। তখনই বসুন্ধরা কিংসের জালে আবাহনীর গোল! দ্বিতীয় মিনিটে সুমন রেজার এই গোলই গড়ে দিয়েছে ম্যাচের ব্যবধান। বাঁ দিক থেকে ডিফেন্ডার শাহরিয়ার ইমনের ক্রসে মাথা ছুঁইয়ে বসুন্ধরার জালে বল জড়ান সুমন।

 এই গোলেই বিদেশি খেলোয়াড় ছাড়া শক্তিশালী কিংসকে প্রিমিয়ার লিগে ১-০ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল মারুফুল হকের আবাহনী। প্রিমিয়ার লিগ ফুটবলে এর আগে কখনও বসুন্ধরাকে হারাতে পারেনি তারা। আগের ১০ লড়াইয়ে হার ছিল ৮টি, ড্র দুটি। ১১তম লড়াইয়ে ঐতিহ্যবাহী আবাহনী পেল প্রথম জয়ের স্বাদ।

প্রিমিয়ার লিগের ফল

আবাহনী ১ : ০ বসুন্ধরা কিংস

মোহামেডান ৩ : ১ পুলিশ এফসি

এর আগে ফেডারেশন কাপে ফর্টিসের কাছে হেরেছিল লিগ চ্যাম্পিয়নরা। এবার হারল লিগেও। সবমিলিয়ে এটা তাদের টানা দ্বিতীয় হার।

 আবাহনীর বিপক্ষে সমতা ফেরানোর অবশ্য দারুণ কিছু সুযোগ পেয়েছিল কিংস। গোলরক্ষক মিতুল মারমা অসাধারণ কয়েকটি সেভ করে জেতেন ম্যাচ সেরার পুরস্কার। ৫৩ মিনিটে পেনাল্টি পেয়েছিল কিংস। অধিনায়ক মিগেল ফিগেইরার নেওয়া নিচু স্পটকিকও ঠেকিয়ে দেন মিতুল।

চার ম্যাচে টানা চার জয় মোহামেডানের। ছবি : বাফুফে

প্রিমিয়ার লিগের অপর ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে তিন বিদেশির গোলে পুলিশ এফসিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে মোহামেডান। গোলগুলো করেছেন এমানুয়েল টনি এগবাজি, সানডে এমানুয়েল ও সুলেমান দিয়াবাতে। পুলিশের হয়ে একমাত্র গোলটি মোহাম্মদ আল আমিনের।

মোহামেডান চার ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে লিগে আছে শীর্ষে। পুলিশ সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আছে পাঁচে।

আবাহনী চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বসুন্ধরা কিংস।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত