Beta
শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫

শুধু উদযাপনটাই ‘পুষ্পা’র হলো

গোলের পর পুষ্পা সিনেমার নায়ক আল্লু আর্জুনের মতো উদযাপন করেন তপু বর্মণ। ছবি: বাফুফে
গোলের পর পুষ্পা সিনেমার নায়ক আল্লু আর্জুনের মতো উদযাপন করেন তপু বর্মণ। ছবি: বাফুফে
[publishpress_authors_box]

গোল করেই গ্যালারির দিকে ছুটে গেলেন তপু বর্মণ। এরপর ‘পুষ্পা টু- দি রুল’ মুভির নায়ক আল্লু আর্জুনের মতো উদযাপন করলেন। কিন্তু ওই পর্যন্তই!

আল্লু আর্জুনের সিনেমার মতো মাঠের ফুটবলে দাপট দেখাতে পারলো কোথায় বসুন্ধরা কিংস। প্রিমিয়ার ফুটবল লিগে শনিবার ৬২ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও ফর্টিস এফসির কাছে পয়েন্ট খোয়াতে হয়েছে লিগ চ্যাম্পিয়নদের।

নিজেদের ঘরের মাঠে ফর্টিস এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বসুন্ধরা কিংস। প্রথমে গোল করেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মণ। আর ফর্টিস এফসির মোহাম্মদ আবদুল্লাহ সেই গোল শোধ করে দেন।

এবারের মৌসুমে বরাবরের মতো দাপুটে বসুন্ধরা কিংসকে দেখা যাচ্ছে না। লিগ শিরোপা দৌড় থেকে বলতে গেলে অনেকটাই ছিটকে গেছে। এর আগে গত ১৭ ডিসেম্বর ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসকে হারিয়ে চমক দেখিয়েছিল ফর্টিস এফসি। এবার লিগের ম্যাচে ড্র করেছে বসুন্ধরা কিংসের সঙ্গে।  

এই ড্রয়ে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রইল বসুন্ধরা কিংস। আর ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ফর্টিস।

ম্যাচে যে খুব বেশি গোলের সুযোগ তৈরি করেছে বসুন্ধরা কিংস, সেটা বলা যাবে না।

১১ মিনিটে মিগেল দামাসেনোর কর্নার থেকে পাওয়া বলে হেডে গোল করে দলকে এগিয়ে নেন তপু বর্মণ। কিন্তু ওই গোল শোধের চেষ্টায় ছিল ফর্টিস এফসি। এবং ৬২ মিনিটে সেই চেষ্টায় সফল দলটি। মোহাম্মদ আবদুল্লাহ প্রথম চেষ্টায় বল ফেলেন বক্সের মধ্যে। সতীর্থ এক ফুটবলারের কাছ থেকে রিবাউন্ড হয়ে বল আবারও তার কাছে ফিরলে দারুণ শটে জালে পাঠান বল (১-১)।

গোল শোধের পর ফর্টিস এফসির মোহাম্মদ আবদুল্লাহর উদযাপন (৩৩ নম্বর জার্সি)। ছবি: সংগৃহীত

ম্যাচের এক পর্যায়ে বসুন্ধরার সমর্থকরা ৮০ মিনিটে স্মোক ফ্লেয়ার ফেলে মাঠে। যে কারণে খেলা বন্ধ থাকে ২ মিনিট। অবশ্য নির্ধারিত সময়ের পর আরও ৯ মিনিট বাড়তি সময় দেয় রেফারি। কিন্তু ওই সময়ে ভাগ্য খারাপই বলতে হবে বসুন্ধরা কিংসের। সোহেল রানা জুনিয়রের দারুণ একটা শট পোস্টে লেগে ফেরে। শেষ পর্যন্ত ভ্যালেরিউ তিতেকে জয়বঞ্চিতই করে রাখল ফর্টিস এফসি।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত