Beta
শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫

ওয়ান্ডারার্সের জালে বসুন্ধরা কিংসের ৫ গোল

বড় জয়ের পর বসুন্ধরা কিংসের ফুটবলারদের উল্লাস। ছবি: বাফুফে
বড় জয়ের পর বসুন্ধরা কিংসের ফুটবলারদের উল্লাস। ছবি: বাফুফে
[publishpress_authors_box]

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। অথচ এবারের লিগে শুরুর দিকে নড়বড়ে ছিল তাদের পথচলা। এরপর যতোই সময় গড়াচ্ছে ততোই যেন নিজেদের মেলে ধরছে বসুন্ধরা কিংস। শুক্রবার গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ঢাকা ওয়ান্ডারার্সকে।

১টি করে গোল করেছেন মিগেল দামাসেনো, তপু বর্মণ, সোহেল রানা, রাকিব হোসেন ও জনাথন ফার্নান্দেজ।

ম্যাচের ১১ মিনিটে বসুন্ধরা কিংস এগিয়ে যায় দুই ব্রাজিলিয়ানের পারফরম্যান্সে। মিগেলের পাসে বক্সের ভেতরে ফার্নান্দেজ দারুণ শটে করেন ১-০। ২৯ মিনিটে মোহাম্মদ সোহেল রানার গোলে ব্যবধান ২-০ হয়। রাকিব হোসেন বক্সে ঢুকে মাপা ক্রস দেন সোহেল রানার উদ্দেশ্যে। তিনি বুক দিয়ে রিসিভ করে চলতি বলে হেডে গোল দেন।

৪২ মিনিটে বসুন্ধরা কিংস তৃতীয় গোল পায়। বক্সের ভেতরে দারুণ এক চিপে ডিফেন্ডার তপু বর্মণ দুই ডিফেন্ডারের মাঝে লাফিয়ে উঠে হেডে করেন ৩-০।

বিরতির পর এসেছে আরও দুই গোল। ৬৬ মিনিটে রফিকুল ইসলামের মাপা ক্রসে বক্সের ভেতরে ফাঁকায় রাকিব হোসেন হেডে সোজা পোস্টে জড়িয়ে দেন (৪-০)।

এর ১০ মিনিট পর ওয়ান্ডারার্সকে ম্যাচ থেকে ছিটকে দেয় বসুন্ধরা কিংস। বক্সের একটু বাইর থেকে ফ্রি কিকে বাঁ পায়ের বাঁকানো শটে মিগেল দলকে পঞ্চম গোল উপহার দেন।

লিগে ৯ ম্যাচে পঞ্চম জয়ে কিংস ১৭ পয়েন্টে তৃতীয় স্থানে উঠে এসেছে। সমান ম্যাচে ওয়ান্ডারার্স সপ্তম হারে ৪ পয়েন্ট নিয়ে নবম স্থানেই আছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত