Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

বাস্কেটবলে যুক্তরাষ্ট্রের টানা পাঁচ

y7
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

ছেলেদের বাস্কেটবলে যুক্তরাষ্ট্রেরই জয়জয়কার। তাদের সঙ্গে প্যারিসের ফাইনালে সমান তালে লড়ছিল ফ্রান্স। তবে গত অলিম্পিকের ফলেরই পুনরাবৃত্তি শেষ পর্যন্ত। টোকিওর মতো প্যারিসেও ফ্রান্সকে ফাইনালে হারিয়ে টানা পঞ্চম অলিম্পিক সোনা জিতল যুক্তরাষ্ট্র।

প্যারিসের বের্সি অ্যারেনায় ৯৮–৮৭ পয়েন্টে জিতে যুক্তরাষ্ট্র। ম্যাচের নায়ক স্টিফেন কারি একাই এনে দেন ২৪ পয়েন্ট।  লেব্রন জেমস ৬ রিবাউন্ড আর ১০ অ্যাসিস্টের সঙ্গে এনে দেন ১৪ পয়েন্ট। এটা তার তৃতীয় অলিম্পিকে সোনা। চার সোনা জিতে আবার ইতিহাস গড়েছেন কেভিন ডুরান্ট।

ফাইনালের নায়ক স্টিফেন কারি।

সতীর্থদের সাফল্যের চূড়ায় পৌঁছে দেওয়ার নায়ক স্টিফেন কারি ফাইনাল শেষে বললেন, ‘‘খুব কঠিন ছিল। ভালো লাগছে সোনা জিতে। আমরা সবকিছু উজার করে খেলেছি ফাইনালটা।’’

ফ্রান্স হারিয়েছে আরও একটি সোনা। অলিম্পিকে এবারই প্রথম অভিষেক ব্রেক ড্যান্সের। প্যারিসের প্লেস দে লা কনকর্ডে ফাইনালে স্বাগতিকদের ড্যানি ডানকে হারানা কানাডার ফিল উইজার্ড।  ২৩-৪ ব্যবধানে সোনা জিতেন উইজার্ড।

ব্রেক ড্যান্সে সোনা ফিল উইজার্ডের।

ফটো ফিনিশিংয়ে মেয়েদের ১০০ মিটার হার্ডলসের ফাইনালে ফ্রান্সের সিরেনা সাম্বা-মায়েলাকে হারিয়ে সোনা জিতলেন যুক্তরাস্ট্রের মাসাই রাসেল। রাসেল সময় নিয়েছেন ১২.৩৩ সেকেন্ড। ১2.৩৪ সেকেন্ড সময় সিরেনা সাম্বা–মায়েলা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন পুয়ের্তোরিকার জাসমিন কামাচো–কুইন ব্রোঞ্জ জিতেন ১২.৩৬ সেকেন্ড সময় নিয়ে।

ছেলেদের  ৮০০ মিটার দৌড়ের সোনা জিতেছেন কেনিয়ার ইমানুয়েল ওয়ানিওনিয়ি। তিনি সময় নিয়েছেন ১ মিনিট ৪১.১৯ সেকেন্ড, যা ইতিহাসের তৃতীয় দ্রুততম। 

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত