ব্যাটম্যান ভক্তদের জন্য দুঃসংবাদ। আবারও পিছিয়ে গেলো ২০২২ সালের রবার্ট প্যাটিসন অভিনীত দ্য ব্যাটম্যান মুভির সিক্যুয়েল দ্য ব্যাটম্যান পার্ট টু ।
সিনেমার ঘোষণা দেয়ার সময় ওয়ার্নার ব্রাদার্স আর ডিসি ফিল্ম স্টুডিও ২০২৫ সালের কথা বলে পরবর্তীতে তা এক বছর পিছিয়ে দেয়। আর এবার আরেক দফা এক বছর পেছালো দ্য ব্যাটম্যান পার্ট টু ।
তার মানে ‘কেইপড ক্রুসেডর’ ব্রুস ওয়েইনকে পর্দায় দেখার আরও পাক্কা তিন বছর অপেক্ষা করতে হবে ভক্তদের।
ফোর্বস-এর দেওয়া তথ্য অনুযায়ী, পরিচালক ম্যাট রিভস নাকি এই সিক্যুয়েল নিয়ে কিছু ধারণা দিয়েছেন। তিনি বলেছেন, “পরবর্তী সিনেমায় আমরা এক ধূসর জগতে প্রবেশ করবো।”
৫৮ বছর বয়সী এই চলচ্চিত্র পরিচালক আরও বলেন, “এতে দেখা যাবে, অনেক বেশি মানুষ একে অপরের প্রতিপক্ষে পরিণত হয়েছে। শহরে দেখা যাবে অনেক বেশি বিভাজন। অনেকটাই আমাদের বর্তমান বিশ্বের মতো। যেখানে অনেক মানুষ কেবল নিজেদের বৃত্তে আটকে আছে। তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করছে না।”
এর আগে বিনোদন ম্যাগাজিন ভালচারে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাট রিভস তার সিনেমা নির্মাণের সৃজনশীল প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, “আমার কাছে সিনেমা নির্মাণ মানে আমার নিজের পৃথিবীকে ভাষা দেওয়া। ছোটবেলা থেকেই যখন সিনেমা বানাতাম, তখন ক্যামেরা হাতে থাকার মানে ছিল নিজের নিয়ন্ত্রিত একটি জগত। ব্যাটম্যানও তার ব্যতিক্রম হবে না। এতে দেখা যাবে, সে বারবার ফিরে তাকাচ্ছে তার অতীতের ঘটনাগুলোর দিকে, যেগুলোর ওপর তার নিয়ন্ত্রণ ছিল না। কিন্তু ঘটনাগুলো তাকে তাড়া করে বেড়াচ্ছে।”
দ্য ব্যাটম্যান নিয়ে এক সাক্ষাৎকারে নির্মাতা ম্যাট রিভস ভালচারকে বলেন, গল্পে গথাম শহর নিজেই নাকি একটি চরিত্র হয়ে ওঠে।
তিনি বলেন, “আমি চাইছিলাম গথাম নিজেই যেন একটি চরিত্র হয়ে ওঠে। এটা করতে গথাম সিটির গল্প তৈরি করতে হয়েছে আমাদের।”
তিনি আরও বলেন, “আমি চাইছিলাম এটি যেন খুবই বাস্তব এবং রূঢ় হয়। আবার কোনও নির্দিষ্ট শহরের সঙ্গেও যাতে মিলে না যায়। যেন কেউ বলতে না পারে যে নিউ ইয়র্ক শহরটাই হলো গথাম বা শিকাগোই হলো গথাম। আমরা চেয়েছিলাম এটাকে একটা গথিক আমেরিকান শহরের আদলে গড়ে তুলতে।”
জানা গেছে, রবার্ট প্যাটিনসন ছাড়াও সিনেমাটিতে কলিন ফ্যারেল, অ্যান্ডি সার্কিস এবং জেফরি রাইট অভিনয় করবেন। সিনেমাটি ২০২৭ সালের অক্টোবর মুক্তি পাবে।