Beta
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

ক্যাচ মিসে হতাশার সেশন

টেস্ট
[publishpress_authors_box]

দুই ওপেনারকেই ড্রেসিংরুমে ফেরানোর সুযোগ এসেছিল। কিন্তু ফিল্ডাররা তা কাজে লাগাতে পারলেন না। তাই বাংলাদেশও উইকেট পেল না। সুযোগ মিসের হতাশায় চট্টগ্রাম টেস্টের প্রথম সেশন শেষ করলো। টস জিতে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৮৮ রান তুলেছে শ্রীলঙ্কা। দিমুথ করুনারত্নে ৩৩ ও নিশান মাদুশকা ৫৫ রানে অপরাজিত।

চট্টগ্রামের উইকেট ব্যাটিং সহায়ক। সে সুবাদে এই মাঠে খেলা টেস্টে যে কোন দলই টস জিতে আগে ব্যাট করে। শ্রীলঙ্কাও ভুল করেনি। তবে বাংলাদেশ বোলাররা সুযোগ তৈরি করেছিলেন। বিশেষ করে অভিষিক্ত পেসার হাসান মাহমুদ। দুই ওপেনারের উইকেটই নিতে পারতেন এই পেসার।

ইনিংসের নবম ওভারে মাদুশকাকে অফস্ট্যাম্পের বাইরের বলের ফাঁদে ফেলেন হাসান। বল ড্রাইভ করতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন ৯ রানে। কিন্তু মাহমুদুল হাসান সহজ ক্যাচ ফেলে দেন। এরপর ২২তম ওভারে আবারও উইকেটের সুযোগ আসে হাসানের বলে। ২২ রানে থাকা করুনারত্নে তার একটি বাউন্সারে হুক করেছিলেন। বল চলে যায় ফাইন লেগে। সেখানে ফিল্ডিং করতে থাকা সাকিব আর হাসান এবার ক্যাচ ফেলেন।

এছাড়া করুনারত্নেকে রান আউট করার একটি সুযোগ মিস করেন মেহেদি হাসান মিরাজ। সুযোগ মিসের এই হতাশা নিয়ে তাই দ্বিতীয় টেস্টের প্রথম দিনে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত