Beta
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

সামর্থ্যের ১০ ভাগও দিতে পারেননি জ্যোতিরা

পুরো সিরিজে এভাবেই বাংলাদেশ ব্যাটারদের চাপে রেখেছে অস্ট্রেলিয়া। ছবি : বিসিবি
পুরো সিরিজে এভাবেই বাংলাদেশ ব্যাটারদের চাপে রেখেছে অস্ট্রেলিয়া। ছবি : বিসিবি
[publishpress_authors_box]

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজটিতে হতাশার পারপরম্যান্স বাংলাদেশ নারী দলের। তিনটি ওয়ানডেতেই দলীয় একশ রানও পার করতে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। দেশের মাটিতে গত দুটি সিরিজে সাফল্যের পর এমন অসহায় অত্মসমর্পনে জ্যোতিরা নিজেরাও অবাক। নারী অধিনায়ক জানালেন সামর্থ্যের ১০ ভাগও দিতে না পারায় এই ব্যর্থতা।

সিরিজের শেষ ম্যাচে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। এবার আগে ব্যাট করে ৮৯ রানে অলআউট হয় নারী দল। দুর্ভাগ্যজনক ভাবে সর্বোচ্চ রান এসেছে অতিরিক্ত থেকে ২০। দ্বিতীয় সর্বোচ্চ দলের ১১ নম্বর ব্যাটার মারুফা আকতারের ১৪ বলে ১৫। ব্যাটারদের মধ্যে কেবল নিগার সুলতানা জ্যোতি ১৬ রান করেন। সহজ লক্ষ্য মাত্র ১৮.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জ্যোতি আক্ষেপ করে জানালেন নিজেদের পারফরম্যান্সে তারাই অবাক, “সামর্থ্যের ১০ ভাগও দিতে পারি নি। আমরা নিজেরাও পুরোপুরি অবাক। যেভাবে আমরা গত ৬ মাস ক্রিকেট খেলেছি তার চেয়ে এবার একদম ভিন্ন হয়েছে। দু একটা সাইডে ভুল হলে মেনে নেয়া যায় কিন্তু এভাবে পুরো দল একদম যে ভিন্ন ক্রিকেট খেলেছে, মনে হচ্ছে নিজেদেরকেই ব্যাকফুটে রেখেছে। মনে হচ্ছে নিজেদের যে সামর্থ্য সেটার ১০ ভাগও খেলতে পারিনি।”

এর কারণ হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ভয় নয়। জ্যোতির মনে হয়েছে মনের ভয়েই ব্যাকফুটে থেকেছেন তারা, “আমি তো ক্রিকেটারদের মন বা মাথায় কি হচ্ছে সেটা বুঝতে পারবো না। তবে নেতিবাচক মনোভাব চলে আসে। অনেক সময় যখন ভালো শুরু না পেলে তখন ব্যাটার মনে করে যে না আমার মনে হয় হচ্ছে না। আবার অনেক সময় প্রথম ম্যাচে একজন ব্যাটার যখন রান করতে পারে না আবার দ্বিতীয় ম্যাচেও যখন রান না পায় তখন নিজে থেকেই একটু ব্যাকফুটে চলে আসে। আমার হয় এটা মানসিক সমস্যা।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত