Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

মঙ্গলবারের বিসিবি বোর্ড মিটিংয়ে যে আলোচনা হবে

বিসিবি
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের পর মঙ্গলবার প্রথম বোর্ড মিটিং হচ্ছে বিসিবিতে। গুরূত্বপূর্ণ কিছু বিষয় উঠে আসবে বিসিবি পরিচালকদের এই আলোচনায়। কোন সন্দেহ নেই এক নম্বরেই থাকছে কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যত।

পাশাপাশি নাজমুল হোসেন শান্ত তিন ফরম্যাটের নেতৃত্বেই থাকবেন কিনা এ নিয়েও আলোচনা হবে। এছাড়া সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি ভবিষ্যত কি হবে তাও উঠে আসবে এই সভায়।

প্রতি বিশ্বকাপের পরই টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্স মূল্যায়ন করে একটি বোর্ড সভা হয়। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এই সভার গুরুত্ব যে অন্য কিছু কারণে বেড়ে যাচ্ছে তা প্রকাশ্যে বলছেন না বিসিবির কেউ। বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস সকাল সন্ধ্যাকে জানিয়েছেন, “আমরা প্রতি টুর্নমেন্টের পর নিয়ম করে যে মিটিং করি সেরকমই একটি বোর্ড সভা হবে। এখানে কোন ব্যক্তি বা বিশেষ কিছু নিয়ে আলোচনা হচ্ছে না।”

বিসিবির পক্ষ থেকে এমনটা জানানো হলেও কোচ ইস্যুতে বড় সিদ্ধান্ত নিতে হবে বিসিবিকে। হাথুরুসিংহের সঙ্গে বোর্ডের চুক্তি এ বছর পর্যন্ত। ডিসেম্বরে যদি তার মেয়াদ শেষ হয় তবে ফেব্রুয়ারীতে পাকিস্তানের হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নতুন কোচ খুঁজতে হবে বিসিবিকে।

নতুন কোচের ক্রিকেট দর্শনের সঙ্গে মানিয়ে নেয়ারও একটি ব্যাপার থাকবে ক্রিকেটারদের। তাতে সময়ও লাগবে। নিশ্চিত ভাবেই দুই মাসের বেশি। তাই হাথুরুকে নিয়ে এখনও কঠিন সিদ্ধান্ত নিতে হবে বিসিবিকে। সদ্য শেষ হওয়া আসরে দলের লক্ষ্য নিয়ে কোচের হালকা মেজাজ সামলোচিত হয়েছিল।

সুপার এইটে উঠে বাংলাদেশের দৃষ্টিকটু রকমের ধীর ব্যাটিং। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। তবুও দলীয় ভাবে সেই লক্ষ্য অর্জনে যথেষ্ট চেষ্টা না করা কোচের মানসিকতাকে প্রশ্নবিদ্ধ করছে। এ নিয়ে অসন্তুষ্টি আছে বিসিবির ভেতরও। তাই বাংলাদেশের ক্রিকেটের উন্নতি চিন্তা করলে হাথুরুকে নিয়ে শক্ত সিদ্ধান্ত নিতে হবে বিসিবিকে।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে এক বছরের জন্য তিন ফরম্যাটের নেতৃত্ব দিয়েছিল বিসিবি। কিন্তু এই বিশ্বকাপে নেতৃত্বের চাপে শান্তর পারফরম্যান্স পড়ে যাওয়ার পর ওই সিদ্ধান্ত বিবেচনা করবে বোর্ড। লেগ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের চুক্তির মেয়াদ বৃদ্ধির ব্যপারেও সিদ্ধান্ত আসবে।

বিশ্বকাপ জিতেই বিরাট কোহলি ও রোহিত শর্মা অবসরের ঘোষণা দিয়েছেন। একদিন পর রবীন্দ্র জাদেজাও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন। অথচ সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ নিজে থেকে কিছুই জানাননি। এ দুই ক্রিকেটারকে টি-টোয়েন্টি দলে রাখা হবে কিনা তাও বিসিবির আলোচনায় উঠবে।

এছাড়া শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম তৈরিতে চূড়ান্ত ভাবে কত টাকা লাগছে তা নিশ্চিত হওয়া। প্রয়াত পরিচালক আলমগীর খান আলোর জায়গায় নতুন কে আসবেন এই বিষয়গুলোতেও আলোচনা করবেন বিসিবি পরিচালকরা।  

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত