Beta
সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

তামিমের অবসর : আফ্রিদি জানলেন অথচ বিসিবি কিছুই জানে না

tamim-74
[publishpress_authors_box]

তামিম ইকবাল কি জাতীয় দলে ফিরবেন? ফিরলে কবে? যদি না ফেরেন, তাহলে বিসিবি কী ভাবছে? বাঁহাতি ওপেনারকে নিয়ে এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে। মাঝে একটি বছর শেষ হয়ে নতুন আরেক বছর শুরু হয়েছে, তামিমের বাংলাদেশ দলের ভবিষ্যৎ পরিষ্কার হয়নি। বাংলাদেশি সংবাদমাধ্যম দিনের পর দিন ধরে যে প্রশ্ন করে এসেছে, সেটার উত্তর না দিলেও তামিম পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদিকে অকপটে জানিয়ে দিলেন- বাংলাদেশ দলে আর খেলবেন না তিনি! অথচ তার অবসরের বিষয়ে কিছুই জানেন না বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বিপিএলে এবার চিটাগং কিংসের শুভেচ্ছাদূত হয়ে এসেছেন আফ্রিদি। এই ফ্র্যাঞ্চাইজির খেলা মাঠে বসে তিনি দেখছেন। হয়তো দলের নীতি-নির্ধারণেও ভূমিকা রাখছেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার। মাঠে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে তার যেমনই সম্পর্ক হোক, মাঠের বাইরে যে তারা একে অন্যের বন্ধু, সেটি জানাতেই আফ্রিদি একটি ভিডিও প্রকাশ করেছেন নিজের ইউটিউব চ্যানেলে। ওই ভিডিতেই অবসর প্রশ্নে আফ্রিদিকে তামিম জানিয়েছেন, জাতীয় দলের অধ্যায় তার শেষ হয়ে গিয়েছে।

এই আড্ডাতেই আফ্রিদিকে জাতীয় দল থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছেন তামিম। ছবি: সংগৃহীত

এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন মোহাম্মদ নবি। আফগান অলরাউন্ডারে ডিনারের নিমন্ত্রণে হোটেলে তার রুমে গিয়েছিলেন আফ্রিদি। সেখানে যোগ দেন তামিমও। খাবারের সঙ্গে চলতে থাকে আড্ডা। এরই একফাঁকে নবির অবসর নিয়ে প্রশ্ন করেন আফ্রিদি। এরপর তামিমের দিকে তাকিয়ে সাবেক পাকিস্তানি অলরাউন্ডারর জিজ্ঞেস করেন- “তামিম, তুমি পুরোপুরি অবসর নিয়ে নিয়েছো?” তামিমের উত্তর, “জাতীয় দল থেকে, শুধু জাতীয় দল থেকে।”

অথচ এতদিন তিনি অবসরের প্রসঙ্গ এড়িয়ে গেছেন কিংবা বল ঠেলে দিয়েছেন বিসিবির কোর্টে। বিসিবি থেকেও সদুত্তর পাওয়া যায়নি। কয়েকদিন আগেই যেমন তামিম প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, “একজন ক্রিকেটার যখন কোনও ফরম্যাট থেকে অবসর নেয়নি, তার মানে সে এভেইলেবল।”

মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। (ফাইল ছবি)

চ্যাম্পিয়নস ট্রফিতে তামিমের খেলা প্রসঙ্গে এই মন্তব্য করা বিসিবি সভাপতি কি তাহলে জানেন না বাঁহাতি ওপেনার আর খেলবেন না জাতীয় দলে? বিষয়টি পরিষ্কার হতে সকাল সন্ধ্যা যোগাযোগ করলে অবাকই হলেন ফারুক আহমেদ। তিনি স্পষ্ট বললেন, “(তামিমের অবসর নিয়ে) আমি কিছু জানি না। বিসিবিও কিছু জানে না।” তাহলে আফ্রিদির ইউটিউব চ্যানেলে কেন তামিম অবসরের কথা বলছেন- এই প্রশ্নটা শুনে একটু বিরক্তই হলেন বিসিবি প্রধান, “একবার তো বলেই দিলাম। জানি না।”   

অথচ আফ্রিদির কাছে অনায়াসে জাতীয় দলে না খেলার কথা জানিয়ে দিয়েছেন তামিম। তাতে বিতর্কও তো উস্কে দিলেন তামিম- ভিনদেশী আফ্রিদিকে জানালেও বিসিসিকে কি জানানোর প্রয়োজন মনে করেননি তিনি?

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত