Beta
সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

ক্লাবগুলোর দাবির কাছে বিসিবির আত্মসমর্পণ

Faruk
[publishpress_authors_box]

বিসিবির গঠনতন্ত্রে ঢাকার ক্লাবগুলো থেকে আসা পরিচালকদের সংখ্যা কমিয়ে আনার প্রস্তাব করেছিল সংশোধন কমিটি। এমন প্রস্তাবনার কথা জানতে পেরে ক্ষোভে ফুঁসে ওঠেন ক্লাব কর্মকর্তারা। তাদের সমালোচনা ও দাবির ভিত্তিতে উক্ত কমিটি স্থগিত এবং সংশোধন প্রস্তাবনা বাতিল করেছে বিসিবি।

শনিবার বোর্ডের ১৭তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত গঠনতন্ত্র সংশোধন প্রস্তাবনা নিয়ে বেশ আলোচনা তৈরি হয়। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বে হওয়া সংশোধন কমিটি প্রচণ্ড সমালোচনার মুখে পড়ে।

অবশেষে এই কমিটিকে আপাতত স্থগিত করে বিসিবি সংশ্লিষ্ট সকল অংশীদারদের নিয়ে গঠনতন্ত্রের সংশোধন ও সংযোজন করা হবে বলে জানিয়েছেন বোর্ড পরিচালক মাহবুব আনাম। 

এ নিয়ে বিসিবির সভার পর এই বোর্ড পরিচালক জানিয়েছেন, “আপনারা জানেন, গঠনতন্ত্রের জন্য কমিটি গঠন করা হয়েছিল। আজকে বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এই কমিটি পরিবর্তন বা পরিবর্ধন করা হবে। তাদের কাজের পরিধি ও টার্মস অব রেফারেন্স তৈরি করার পরই বাকি কার্যক্রম হবে।”

পরে অন্য প্রশ্নের জবাবে মাহবুব আনাম বলেন, “বিসিবি ও বোর্ড অব ডিরেক্টররা মনে করেছেন, প্রক্রিয়াটা আরেকটু স্বচ্ছ হওয়া দরকার। কারণ গঠনতন্ত্র এমন একটা জিনিস, এখানে কোনও গোপনীয়তা নেই। গঠনতন্ত্রে যে পরিবর্তন আনা প্রয়োজন, স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়েই সেগুলো তারা করবেন।”

বিসিবির স্ট্যান্ডিং কমিটিগুলোর চেয়ারম্যান

ক্রিকেট অপারেশন্স কমিটিনাজমুল আবেদিন ফাহিম
ফাইন্যান্স কমিটিফাহিম সিনহা
ডিসিপ্লিনারি কমিটিসাইফুল আলম স্বপন চৌধুরী
গেম ডেভলপমেন্ট কমিটিফাহিম সিনহা
টুর্নামেন্ট কমিটিআকরাম খান
বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটিসাইফুল আলম স্বপন চৌধুরী
গ্রাউন্ডস কমিটিমাহবুব আনাম
ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটিআকরাম খান
আম্পায়ার্স কমিটিইফতেখার রহমান
মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটিফারুক আহমেদ
মেডিক্যাল কমিটিমঞ্জুরুল আলম
টেন্ডার কমিটিমাহবুব আনাম
মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটিইফতেখার রহমান

সমালোচনার মুখে ঢাকার ক্লাবগুলো প্রথম বিভাগ ক্রিকেটে অংশ নেয়নি, যা শুরু হওয়ার কথা ছিল ২০ জানুয়ারি।

একই দিনে নারী ক্রিকেটে আলোর মুখ হয়ে আসা নারী বিপিএল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। পুরুষদের বিপিএল শেষ হওয়ার পরপরই ১০ ফেব্রুয়ারি এই লিগ আপাতত মাঠে গড়াচ্ছে না। নারীদের টুর্নামেন্ট আরেকটু গুছিয়ে পরে এক সময় করতে চায় বিসিবি।

এছাড়া বিসিবির আম্পায়ারদের জন্য পারিশ্রমিক কাঠামো করা হয়েছে। বিভিন্ন গ্রেডিং করে পুরুষ ও নারী আম্পায়ারদের বেতন দেবে বিসিবি। এর মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত। 

এছাড়া বিকেএসপির মাঠগুলো আরও ১০ বছরের জন্য ব্যবহারের চুক্তি, চারজন গ্রান্ডস বা পিচ কিউরেটর নিয়োগ দিয়ে ফেব্রুয়ারি থেকে তাদের ট্রেনিং শুরুর ব্যবস্থা করেছে বিসিবি।

এদিন বোর্ড সভায় বিসিবির কমিটি বণ্টন করা হয়। বিসিবি প্রধান ফারুক আহমেদ শুধু মার্কেটিং কমিটির দায়িত্ব নিয়েছেন। নাজমুল আবেদীন ফাহিম পেয়েছেন ক্রিকেট অপারেশন্স ও নারী বিভাগের দায়িত্ব। ফাহিম সিনহা পেয়েছেন অর্থ, গেম ডেভেলপমেন্ট এবং লজিস্টিক বিভাগ। ইফতেখার রহমান মিঠু পেয়েছেন মিডিয়া বিভাগ। বাংলাদেশ টাইগার্সের দায়িত্বে আছেন কাজী এনাম। সিসিডিএমের দায়িত্বে আগের মতোই সালাউদ্দিন চৌধুরী। এছাড়া আকরাম খান পেয়েছেন ফ্যাসিলিটিজ ও ফিজিক্যাল চ্যালেন্জড বিভাগের দায়িত্ব।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত