বিপিএলে এবার টিকিট কাণ্ড আলোচনার শীর্ষে। দলগুলোর কার্যক্রম ঠিকঠাক চললেও চাহিদার তুলনায় কম টিকিট থাকায় দর্শকরা ক্ষোভ ঝাড়ছেন। এবার বিসিবির টিকিট বুথে আগুন লাগল।
বিপিএলের প্রথম টিকিট চাহিদা মতো টিকিট না পাওয়ায় দর্শকরা স্টেডিয়ামের মূল গেট ভেঙ্গে ছিলেন। দ্বিতীয়দিন অঘটন ছাড়া পাড় করা গেছে। তবে তৃতীয় ম্যাচ ডেতে নতুন ঘটনা।
মিরপুর স্টেডিয়ামের পাশে জাতীয় সুইমিং কমপ্লেক্সে গেটের সামনে একটি বাড়তি টিকিট বুথ স্থাপন করেছিল বিসিবি। দর্শকদের টিকিট প্রাপ্তি নিশ্চিত করা হবে সেখানে। কিন্তু বৃহস্পতিবার সকালে তৃতীয় ম্যাচ ডে’র টিকিট না পেয়ে দর্শকদের কেউ বুথটিতে আগুন ধরিয়ে দেন।
এতে অবশ্য কোন ক্ষতি হয়নি। দ্রুতই আগুন নিয়ন্ত্রনে আনা গেছে। কিন্তু বিসিবির টিকিট বিতরণ প্রক্রিয়া নিয়ে আবারও প্রশ্ন উঠলো। নির্দিষ্ট বুথে টিকিট না থাকলেও ব্লাকে টিকিট পাওয়া নিয়ে দর্শকরা ক্ষোভ ঝারছেন।