বিপিএলের টিকিট না পাওয়ার ক্ষুব্ধ দর্শক সোমবার মিরপুর স্টেডিয়ামের গেট ভাঙচুর করেছিল। টিকিট কিনতে গিয়েও ছিল দুর্ভোগ।
অনেকের অভিযোগ, ব্যাংক ও বুথে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি। অনলাইনে টিকিট কেনা দর্শকেরাও কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢোকার সময় ভোগান্তিতে পড়েন।
সবমিলিয়ে টিকিটের দুর্ভোগ কমাতে নতুন এক বুথ থেকে টিকিট বিক্রির উদ্যোগ নিয়েছে বিসিবি। সোমবার রাতে ক্রিকেট বোর্ড জানিয়েছে, বিপিএলে মঙ্গলবারের ম্যাচ দুটির টিকিট কিনতে ইচ্ছুক ভক্তদের সুবিধার জন্য মিরপুর ১২–এর সিটি ক্লাব গ্রাউন্ড সংলগ্ন একটি অতিরিক্ত বুথ স্থাপন করা হয়েছে। বুথ খোলা থাকবে সকাল ৮টা থেকে।
এ ছাড়া মিরপুর শেরেবাংলার ইনডোর–সংলগ্ন জাতীয় সুইমিং কমপ্লেক্সের বুথেও টিকিট পাওয়া যাবে। তবে এ দিন ব্যাংক বন্ধ থাকবে বলে মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় টিকিট পাওয়া যাবেনা।
বিপিএলে মঙ্গলবার বছরের শেষ দিনে মাঠে লড়বে খুলনা টাইগার্স–চিটাগং কিংস এবং রংপুর রাইডার্স–সিলেট স্ট্রাইকার্স। এদিন রাজধানীতে যান চলাচলের ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্দেশনা মেনে বিপিএলের সূচিতেও পরিবর্তন এনেছে বিসিবি।
দুটি ম্যাচেরই শুরুর সময় দেড় ঘণ্টা করে এগিয়ে আনা হয়েছে। প্রথম ম্যাচ শুরু দুপুর ১২টায় আর দিনের দ্বিতীয় ম্যাচ বিকেল ৫টায় শুরু ।