বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় ২০০৯ সালে বিদ্রোহের ঘটনায় করা মামলার বিচারকাজের জন্য নতুন স্থান নির্ধারণ করা হয়েছে। এখন থেকে এই মামলার কাজ চলবে ঢাকা জেলার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে।
রবিবার এক গেজেটে এই তথ্য জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
এতদিন এই মামলার বিচারকাজ হতো পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রসা সংলগ্ন মাঠে নির্মিত অস্থায়ী আদালতে। গত বৃহস্পতিবার ভোরে যা অজ্ঞাত ব্যক্তিদের দেওয়া আগুনে পুড়ে যায়।
বিডিআরে বিদ্রোহের সময় পিলখানায় বাহিনীর সদর দপ্তরে যে হত্যাকাণ্ড ঘটেছিল, তা নিয়ে দুটি মামলা হয়। একটি হত্যাকাণ্ডের ঘটনায়, অন্যটি বিস্ফোরক আইনে।
এদুটি মামলায় আসামির সংখ্যা বিপুল হওয়ায় তার বিচার নির্বিঘ্ন করতে ঢাকার জজ আদালতের একটি বিশেষ এজলাস আওয়ামী লীগ সরকার স্থাপন করে বকশীবাজারে আলিয়া মাদ্রাসার এই মাঠে। আদালতটিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানিও হয়েছে।
যে মাঠে নির্মিত স্থায়ী ভবনে অস্থায়ী আদালতটির কাজ চলে তার মালিকানা নিয়ে আলিয়া মাদ্রাসা ও কারা কর্তৃপক্ষের দ্বন্দ্ব রয়েছে। দু-পক্ষই মাঠটিকে নিজের দাবি করে।
মাঠ থেকে আদালত সরিয়ে নিতে গত বুধবার বিক্ষোভ করেন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। সেদিন সড়কে অবস্থান নিয়ে তারা বিচারকের গাড়িও আটকে দেন। তার পরদিন বৃহস্পতিবার ভোরে বিশেষ আদালতের এজলাসে আগুন দেওয়া হয়। এতে আদালতের নথি ও আসবাবপত্র পুড়ে যায়।
এ সংক্রান্ত মন্ত্রণালয় আদেশে বলা হয়, “কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর সেকশন-৯ এর সাব-সেকশন-২ এ দেওয়া ক্ষমতাবলে ঢাকার পিলখানা বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার বিচারকার্য পরিচালনার জন্য ২০১০ সালের ২৮ ডিসেম্বর আদেশে ঘোষিত ঢাকা মহানগরের বকশিবাজার এলাকার সরকারি আলিয়া মাদরাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে অবস্থিত অস্থায়ী আদালত ভবনের স্থলে ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনকে অস্থায়ী আদালত ঘোষণা করল।”
একই সঙ্গে নির্দেশ দেওয়া হয় যে, ওই মামলার বিচারকাজ ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে।
পাশাপাশি ২০১০ সালের ২৮ ডিসেম্বর জারি করা আদেশ বাতিল করার কথাও জানিয়েছে আইন ও বিচার বিভাগ।