Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

বিডিআর বিদ্রোহ : আড়াই শতাধিক আসামির জামিন

আদালত চত্বরে পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলার আসামিরা। ছবি : সকাল সন্ধ্যা
আদালত চত্বরে পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলার আসামিরা। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

দেড় দশক আগে বিডিআর বিদ্রোহের সময় পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলার আড়াই শতাধিক আসামিকে জামিন দিয়েছে আদালত।

রবিবার শুনানি শেষে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ইব্রাহিম মিয়ার আদালত এই আদেশ দেয়।

এদিন মামলাটির সাক্ষ্য গ্রহণ ও পাঁচ শতাধিক আসামির জামিন শুনানির দিন ঠিক ছিল। রাষ্ট্রপক্ষ মেজর সৈয়দ মো. ইউসুফ নামে এক সাক্ষীর হাজিরা দাখিল করে। প্রায় ৫ শতাধিক আসামির পক্ষে জামিন শুনানি হয়।

এদের মধ্যে ছিলেন হত্যা মামলায় ২৭৭ জন খালাসপ্রাপ্ত, ২৫৬ জন ১০ বছরের সাজাপ্রাপ্ত, যাদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে। এছাড়া মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ড পাওয়া কয়েকজন আসামিও জামিন চেয়ে আবেদন করেন। 

আসামিদের পক্ষে মোহাম্মদ পারভেজ হাসান, আমিনুল ইসলাম, ফারুক আহাম্মদ জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে বোরহান উদ্দিন এই জামিনের বিরোধীতা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত আড়াইশ জনের বেশি আসামির জামিন মঞ্জুর করে।

জামিন শুনানিকে সামনে রেখে সকাল থেকেই কারাগারের সামনে হাজির হয়েছিলেন আসামিদের স্বজনরা। বিকালে জামিন পাওয়ার খবর শুনে তাদের মধ্যে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। সে ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে ৪৬৮ জনের মুক্তি আটকে ছিল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত