ছেলের দামি ছাগল কেনার ঘোষণার পর সম্পদ নিয়ে আলোচনায় থাকা সরকারি কর্মকর্তা মো. মতিউর রহমানের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের লেনদেন আটকে দেওয়া হয়েছে।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট-বিএফআইইউ থেকে মঙ্গলবার সব ব্যাংকে চিঠি দিয়ে এই নির্দেশ দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাংক কর্মকর্তা এই চিঠির বিষয়টি নিশ্চিত করে সকাল সন্ধ্যাকে বলেন, “এক মাসের জন্য ফ্রিজ বা স্থিতাবস্থা জারি করেছে বিএফআইইউ।”
চিঠিতে মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি, দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিভলী, তার প্রথম স্ত্রীর সন্তান ফারজানা রহমান ইপ্সিতা ও তৌফিকুর রহমান অর্ণব, দ্বিতীয় স্ত্রীর সন্তান মুশফিকুর রহমান ইফাত, ইফতিমা রহমান মাধুবী ও এরফান রহমান এবং এদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে কোনও ব্যাংকে কোনও ধরনের হিসাব থাকলে ৩০ দিনের জন্য সেগুলো ফ্রিজ রাখতে বলা হয়।
একই সঙ্গে এই হিসাবগুলোর সব ধরনের লেনদেনের তথ্য ২৬ জুনের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।
কোরবানির ঈদের আগে ঢাকার সাদিক এগ্রো থেকে ১২ লাখ টাকায় ছাগল কিনে সোশাল মিডিয়ায় ভাইরাল হন মুশফিকুর রহমান ইফাত নামে এক তরুণ।
তখন ফেইসবুকে আলোচনা ছড়িয়ে পড়ে যে ইফাতের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মতিউর। শুধু তাই নয়, এই ছাগলের সঙ্গে ইফাতের নানা ব্র্যান্ডের গাড়ির ছবিও আসে ফেইসবুকে। তা ধরে মতিউরের সম্পদ নিয়ে ওঠে প্রশ্ন।
এনিয়ে সমালোচনার মুখে এনবিআর থেকে তাকে সরিয়ে দেয় সরকার। সোনালী ব্যাংকের পরিচালকের পদও হারান তিনি। দুর্নীতি দমন কমিশনও তার সম্পদ নিয়ে অনুসন্ধান চালাচ্ছে।
ইফাত ‘বাবা’ সম্বোধন করে ফেইসবুকে পোস্ট দিলেও তার সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন মতিউর। পরে তার দ্বিতীয় সংসারের খবর প্রকাশ করেন ফেনীর সংসদ সদস্য নিজাম হাজারী।
মতিউরের দ্বিতীয় স্ত্রী শাম্মী ফেনীর আওয়ামী লীগ নেতা নিজাম হাজারীর আত্মীয়।
মতিউরের প্রথম স্ত্রী লাকি নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান।