‘শান্তিবাড়ি’ প্রতিষ্ঠানের আয়োজনে আগামী ৩ ও ৪ জানুয়ারি হতে যাচ্ছে দুই দিনের ‘ভালো থাকার উৎসব’। বাংলা একাডেমি চত্বরজুড়ে চলবে এই আয়োজন।
প্রথমদিন অর্থ্যাৎ ৩ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় এই উৎসবের উদ্বোধন করেন বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার ও মডেল বিবি রাসেল, দেশবরেণ্য মনোচিকিৎসক ডা. হেলাল উদ্দিন আহমেদ ও নাট্যশিল্পী ও মডেল তানজিকা আমিন।
মূল অনুষ্ঠান উদ্বোধনের পরপরই উৎসব অন্তর্গত আর্ট ক্যাম্প ও আর্ট এক্সিবিশনও উদ্বোধন হয়। ১০ জন সিনিয়র নারী চিত্রশিল্পীর অংশ নেবেন এতে।
দিনব্যাপী অনুষ্ঠিত এই আর্ট ক্যাম্পের উদ্বোধন করবেন বিশিষ্ট চিত্রশিল্পী প্রফেসর হামিদুজ্জামান ও ভাস্কর আইভী জামান। অন্যদিকে ৩০ জন নারী চিত্রশিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত আর্ট এক্সিবিশনের উদ্বোধন করবেন চারুকলার ড্রইং ও পেইন্টিং বিভাগের শিক্ষক ও বিভাগীয় প্রধান ড. মুহম্মদ ইকবাল আলী।
ভালো থাকার উৎসব শান্তিবাড়ির নিয়মিত বাৎসরিক আয়োজন। এ বছর বাংলা একাডেমিতে দুইদিনব্যাপী এই উৎসবের সিজন-২ অনুষ্ঠিত হবে।
এতে আর্ট ক্যাম্প ও আর্ট এক্সিবিশন ছাড়াও এতে থাকবে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও মেলা। এতে প্রায় ৪০ জন নারী উদ্যোক্তা অংশ নেবেন। সেই সাথে অনুষ্ঠিত হবে ভেগান ও ভেজিটেরিয়ান খাবার নিয়ে তৈরি স্টলের প্রদর্শনী, যা ভেগান ফেস্ট হিসেবে উদযাপিত হবে।
শান্তিবাড়ির মনোবিদ, আইনজীবী ও পুষ্টিবিদের উপস্থিতি ও তত্ত্বাবধানে তিনটি বুথ পরিচালিত হবে। তিনটি বুথই সকাল থেকে সন্ধে পর্যন্ত খোলা থাকবে। এসব বুথে বিনামূল্যে মানসিক স্বাস্থ্য চেকিং ও পরামর্শ, আইনি পরামর্শ ও ডায়েট সংক্রান্ত পরামর্শ পাওয়া যাবে।
এছাড়া হেনা আর্ট বুথে এসে হাতে মেহেদির নকশাও এঁকে নেওয়া যাবে।
উৎসবে আরও থাকবে ইয়োগা ইন্সট্রাকট্রর তাস রহমান পরিচালিত বিশেষ ইয়োগা সেশন। সাউন্ড হিলিং মাস্টার দীপ্তি অরনীর পরিচালনায় মিউজিক হিলিং সেশন। থাকবে মনোচিকিৎসক ডা. হেলাল উদ্দিন আহমেদের মানসিক স্বাস্থ্য ও ইমোশনাল ইন্টিলজেন্স নিয়ে বিশেষ সেশন।
নারী চলচ্চিত্র নির্মাতা শবনম ফেরদৌসী পরিচালিত ও পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত চলচ্চিত্র ‘আজব কারখানা’ প্রদর্শিত হবে উৎসবের দ্বিতীয় দিনে। শান্তিনিকেতন থেকে আসা গুরুপ্রিয়া বাউলের পরিবেশনা থাকবে উন্মুক্ত মঞ্চে। থাকবে তরুণদের পছন্দের সর্বনাম ব্যান্ডের পরিবেশনা।
উৎসবের শেষ দিন বিকালে বিশেষ সমাপনী অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে।
এতে থাকছে বিজ্ঞান ও নারীবাদী অ্যাক্টিভিস্ট ড. মনিরুল ইসলামের বিশেষ আলাপ; স্বনামধন্য নাট্যশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিলারা জামান বলবেন নিজের জীবন ও লড়াইয়ের গল্প।
‘নারীর বন্ধু বনাম নারীর লড়াই‘ বিষয়ে অনুষ্ঠিত হবে একটি বিশেষ প্যানেল ডিসকাশন। জাকিয়া সুলতানার পরিচালনায় এই আলোচনায় অংশ নেবেন নাট্যশিল্পী রুনা খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হক সুমন এবং কবি নজরুল সরকারি কলেজের শিক্ষক মাহমুদা পারভীন।
এই অনুষ্ঠানে একজন কৃতী নারীকে শান্তিবাড়ি শান্তিময়ী সম্মাননা দেওয়া হচ্ছে। শান্তিময়ী সম্মাননা ২০২৫ গ্রহণ করবেন কৃতী ফুটবলার, ক্রীড়াবিদ রেহানা পারভীন।
সেই সঙ্গে উৎসবে অংশ নেওয়া উদ্যোক্তাদের মধ্যে থেকে একজন সেরা উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হবে শান্তিবাড়ির পক্ষ থেকে।
সমাপনী অনুষ্ঠান শেষ হবে প্রখ্যাত সংগীত শিল্পী নির্ঝর চৌধুরী ও তার সহশিল্পী সেমন্তী মঞ্জরী, অর্ণব, প্রতীতির পরিবেশনা দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য চিত্রাঙ্গদা পরিবেশন করবেন তারা।