Beta
বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

ওয়েনের সেঞ্চুরিতে বিগ ব্যাশ চ্যাম্পিয়ন ‘রিশাদের’ হোবার্ট

b11
[publishpress_authors_box]

রিশাদ হোসেন খেলতে পারতেন এবারের বিগ ব্যাশে। হোবার্ট হারিকেন ড্রাফট থেকে কিনেছিল তাকে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আর বিপিএলের জন্য অনুমতি পাননি খেলার। সেই হোবার্ট শিরোপা জিতল এবারের বিগ ব্যাশে। আজ (সোমবার) হোবার্টে একপেশে ফাইনালে তারা ৩৫ বল হাতে রেখে ৭ উইকেটে হারাল সিডনি থান্ডারকে।

শুরুতে ব্যাট করে ডেভিড ওয়ার্নারের সিডনি পেয়েছিল ৭ উইকেটে ১৮২ রানের পুঁজি। জবাবে মিচেল ওয়েনের রেকর্ড সেঞ্চুরিতে বড় পুঁজিটাও যথেষ্ট হয়নি সিডনির জন্য। ৩৯ বলে বিগ ব্যাশে যৌথ দ্রুততম সেঞ্চুরি করেন ওয়েন। ২০১৪ সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে সমান ৩৯ বলে সেঞ্চুরি করেছিলেন পার্থ স্কর্চসের ক্রেইগ সিমন্স।

ওয়েন খেলেন ৪২ বলে ৬ বাউন্ডারি ১ ছক্কায় ১০৮ রানের ইনিংস। ছবি : ক্রিকইনফো

ওয়েন খেলেন ৪২ বলে ৬ বাউন্ডারি ১ ছক্কায় ১০৮ রানের ইনিংস। কালেব জুয়েলের সঙ্গে উদ্বোধনী জুটিতে ১০৯ রান তোলেন ওয়েন। সেটিও মাত্র ৭.২ ওভারে। তাতে জুয়েলের অবদান ১৩ রানের আর ওয়েন করেন ৮৫। ম্যাচের গতিপথ নির্ধারিত হয়ে যায় তখনই।

এর আগে জেসন সাঙ্ঘার ৬৭ আর ডেভিড ওয়ার্নারের ৪৮-এ সিডনি করেছিল ১৮২ রান। ৩টি করে উইকেট রিলে মেরিডিথ ও নাথান এলিসের। বিধ্বংসী ইনিংসটির জন্য ম্যাচ সেরার পুরস্কার মিচেল ওয়েনের।

এমন একটি দলে খেলতে পারতেন রিশাদও। নিতে পারতেন শিরোপার স্বাদ। কিন্তু অনুমতি না পাওয়ায় হতাশাই সঙ্গী তার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত