Beta
শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫

২৭ বছর পর দিল্লি মুঠোয় পাচ্ছে বিজেপি

দিল্লির বিধানসভা নির্বাচনে সর্বশেষ ১৯৯৩ সালে জয় পায় বিজেপি।
দিল্লির বিধানসভা নির্বাচনে সর্বশেষ ১৯৯৩ সালে জয় পায় বিজেপি।
[publishpress_authors_box]

ভারতের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচনে টানা তিনবারের শাসকদল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে (আপ) হারিয়ে জয়ী হতে যাচ্ছে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর মধ্য দিয়ে দীর্ঘ ২৭ বছর পর দিল্লির বিধানসভার নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে দলটি।

গত বুধবারের ভোটের গণনা শনিবার শুরুর পর থেকে বিজেপিশিবির জয়ের ইঙ্গিত পেতে থাকে।

ভারতের নির্বাচন কমিশনের সর্বশেষ ঘোষিত ফলে দেখা যাচ্ছে, দিল্লির বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৪৩টিতে জয় পেতে যাচ্ছে বিজেপি। নিকটতম প্রতিদ্বন্দ্বী আম আদমি পার্টি (আপ) এগিয়ে ২৭টি আসনে। কংগ্রেস কোনও আসনে জয় পাচ্ছে না।

কেন্দ্রশাসিত দিল্লিতে সরকার গঠন করতে হলে বিধানসভায় ৩৬টি আসনে জিততে হয়। ফলে বিজেপিই যে সরকার গড়তে যাচ্ছে, তা নিয়ে সংশয় দেখা যাচ্ছে না।

এনডিটিভি জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ভোটগণনার শুরুতে এগিয়ে ছিল আম আদমি পার্টি। কিন্তু খুব দ্রুতই তাদের পেছনে ফেলে এগিয়ে যায় বিজেপি।

সবশেষ ১৯৯৩ সালের নভেম্বরে দিল্লির বিধানসভা নির্বাচনে জয়ের দেখা পেয়েছিল বিজেপি। সেবার বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৪৯টি আসনে জয় পেয়ে ক্ষমতায় বসে দলটি।           

দুর্নীতির অভিযোগে করা মামলায় বর্তমানে জামিনে মুক্ত দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের স্লোগান দিয়ে ২০১২ সালে আম আদমি পার্টি প্রতিষ্ঠা করেন।

ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া ভোটের ফল।

পরের বছর ২০১৩ সালে দিল্লির বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গঠন করে দলটি। সেবার তারা ৭০ আসনবিশিষ্ট বিধানসভার ২৮টিতে জয় পেয়েছিল। কিন্তু সে সরকার ৪৯ দিনের বেশি টেকেনি।             

এরপর ২০১৫ সালের নির্বাচনে দিল্লির বিধানসভার ৬৭টি আসনে জয়ী হয়ে ক্ষমতায় বসে আম আদমি পার্টি। ২০২০ সালের নির্বাচনেও তারা জয়ী হয়। সেবার তারা ৬২টি আসনে জিতেছিল।

২০১৩ সালে আম আদমি পার্টির আগে কংগ্রেস ছিল দিল্লির ক্ষমতায়। ১৯৯৮ সাল থেকে ভারতের শতাব্দীপ্রাচীন এই দলটি দিল্লি শাসন করলেও দুর্নীতির অভিযোগে জনপ্রিয়তা হারাতে থাকে তারা, যার ছাপ পড়ে ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে।

এবারের বিধানসভা নির্বাচনেও কংগ্রেসের বলতে গেলে ভরাডুবি হয়েছে। একটি আসনেও দিল্লিবাসী তাদের জয়ী করছে না।

২০২৩ সালের মার্চে অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি নীতি সংক্রান্ত দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

এর দেড় মাস পর ভারতের সুপ্রিম কোর্ট তার জামিন আবেদন মঞ্জুর করে।

আম আদমি পার্টি ২০১২ সালে প্রতিষ্ঠা করেন অরবিন্দ কেজরিওয়াল।

গত বছরের ২১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেন অরবিন্দ কেজরিওয়াল। এর কারণ হিসেবে সেসময় তিনি বলেছিলেন, “আমি দেশের রাজনীতি পরিবর্তন করতে এসেছিলাম। দুর্নীতি বা টাকা কামাতে রাজনীতিতে আসিনি।

“আইনজীবীরা বলছেন, আমার বিরুদ্ধে করা মামলার কাজ ১০ বছর পর্যন্ত চলতে পারে। এ কলঙ্ক নিয়ে চলা আমার পক্ষে সম্ভব নয়। আমার মনে হয়েছে, আমার জনগণের আদালতে যাওয়া দরকার। এ কারণে আমি পদত্যাগ করেছি।”

কেজরিওয়ালের পদত্যাগের পর দিল্লির মুখ্যমন্ত্রীর পদে বসেন তার দলেরই নেতা ৪৩ বছর বয়সী আতিশি মারলেনা। দিল্লির সর্বকনিষ্ঠ এই মুখ্যমন্ত্রী এবারের বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন।

ভোটের আগে তিনি বলেছিলেন, “আমি অনেক আশাবাদী, দিল্লির মানুষ আম আদমি পার্টিকে সমর্থন দিয়ে জয়ী করবে। টানা চর্তুথবারের মতো ক্ষমতায় বসবে দলটি।”     

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত