বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি।
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত সনাতনীরা অবরোধ করবে বলে হুমকি দিয়েছেন রাজ্যটির বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সোমবার রাতে সাংবাদিকদের শুভেন্দু বলেন, “বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে মৌলবাদী ডক্টর ইউনুস সরকার গ্রেপ্তার করেছে। আমরা এই খবর পেয়ে অত্যন্ত বিচলিত ও চিন্তিত। আমরা সকলে ভাবিত। তার নিঃশর্ত মুক্তির দাবি করছি।
“মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ হবে। পাশাপাশি বাংলাদেশ সীমান্তে সনাতনীরা ধ্বজা নিয়ে অবরোধ করবে। বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে কোনও পরিষেবা নিতে দেব না।”
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হলে তার প্রতিবাদে গত ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদিঘী মাঠে সমাবেশ করে সনাতন জাগরণ মঞ্চ। ওই সমাবেশের অন্যতম উদ্যোক্তা ছিলেন চট্টগ্রাম পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় ব্রহ্মচারী।
সমাবেশের দিন চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে বাংলাদেশের জাতীয় পতাকার ওপরে ইসকনের গেরুয়া রঙের আরেকটি পতাকা ওড়ানোর অভিযোগে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে ৩০ অক্টোবর কোতোয়ালি থানায় মামলা করেন চট্টগ্রাম শহরের মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান। তারপর অবশ্য তাকে পদচ্যুত করেছিল বিএনপি।
ওই মামলার জেরেই সোমবার বিকাল ৪টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রাম নগরীর চেরাগি পাহাড় মোড়ে সন্ধ্যায় বিক্ষোভ সমাবেশ করে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী। তার মুক্তির দাবিতে রাতে রাজধানী ঢাকার শাহবাগ মোড়ও অবরোধ করে হিন্দু সম্প্রদায়ের লোকজন।
মঙ্গলবার সকাল ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম জানান, চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরে তাকে আদালতে তোলা হবে।