Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

ওসি নেজামকে মারধরের কারণে বিএনপি নেতা শহীদকে শাস্তি

নেজাম উদ্দীন
নেজাম উদ্দীন
[publishpress_authors_box]


চট্টগ্রামের কোতোয়ালি থানার সাবেক ওসি মোহাম্মদ নেজাম উদ্দিনকে মারধরের পর বিএনপি নেত শহীদুল ইসলাম শহীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিএনপি।

বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের চকবাজার থানার সদস্য সচিব ছিলেন শহীদ। তাকে সেই পদ থেকে সরানোর পাশাপাশি স্থগিত করা হয়েছে তার প্রাথমিক সদস্যপদও।  
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু এ সিদ্ধান্ত জানায়।

শহীদের মোবাইল ফোন বন্ধ থাকায় তার কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

আগের দিন সোমবার দুপুরে পাঁচলাইশ থানার পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় ওসি নেজামকে আটকান শহীদ। পরে ফেইসবুকে লাইভে এসে তিনি বিএনপি নেতা-কর্মীদের জড়ো করেন। এরপর পেটানো হয় এই পুলিশ কর্মকর্তাকে।

খবর পেয়ে পাঁচলাইশ থানা থেকে পুলিশ গিয়ে নেজামকে উদ্ধার করে থানায় নিয়ে যান। রাতে তাকে নগরীর দামপাড়া পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়।

আওয়ামী লীগ সরকারের আমলে নেজাম চট্টগ্রামের গুরুত্বপূর্ণ থানা কোতোয়ালিতে দায়িত্ব পালন করেন। পরে বাকলিয়া ও সদরঘাট থানার দায়িত্বেও ছিলেন তিনি। বর্তমানে তিনি কুমিল্লা সিআইডিতে কর্মরত।

ছুটি নিয়ে পারিবারিক কাজে তিনি চট্টগ্রামে এসেছিলেন। ব্যক্তিগত কাজেই গিয়েছিলেন পাঁচলাইশের পাসপোর্ট অফিসে। সেখানেই আক্রান্ত হন।

২০২১ সালের জানুয়ারিতে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আগে নেজাম যখন কোতোয়ালি থানার ওসি, তখন বিএনপির মহানগর আহ্বায়ক ও বর্তমান মেয়র শাহাদাত হোসেনকে চকবাজারে সমাবেশ করতে না দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। ওই বছর ২৯ মার্চ হাসপাতাল থেকে শাহাদাতকে গ্রেপ্তারও করেছিলেন তিনি।
ওই সময়ে বিএনপির অনেক নেতা-কর্মী নেজাম উদ্দিনের হাতে নির্যাতনের শিকার হন বলে দলটির কর্মীদের অভিযোগ।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ওসি নেজামের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তারের দাবি তুলেছে বিএনপির কর্মীরা।

তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন নিজের হাতে তুলে না নিতে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন। এই ধরনের ঘটনা ঘটানোয় বিভিন্ন স্থানে দলীয় নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত