Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

ভারতের সঙ্গে সমঝোতা নিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা চলছে : ফখরুল

ss-fakhrul-1-7-24
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

ভারতের সঙ্গে বিভিন্ন সমঝোতা স্মারক (এমওইউ) করার বিষয়ে সরকার জনগণের কাছে মিথ্যাচার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এসব সমঝোতা বাংলাদেশকে ভারতের কাছে নির্ভরশীল করে ফেলবে।

সোমবার বিকালে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্সে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “তারা (সরকার) আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে কখনও সত্য কথা বলেনি। সব সময় প্রতারণার আশ্রয় নিয়েছে, প্রতারণার আশ্রয় নিয়ে মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করেছে।”

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সই হওয়া চুক্তি ও সমঝোতার বিষয়ে তিনি বলেন, “আজ যেসব সমঝোতা-চুক্তি সই করে এসেছে এর মধ্যে পরিস্কার যে, অতি অল্প সময়ের মধ্যে এগুলো বাংলাদেশকে ভারতের কাছে নির্ভরশীল করে ফেলবে… এটা প্রমাণিত হয়ে গেছে।”

মির্জা ফখরুল বলেন, “সমঝোতার মধ্যে সবচেয়ে মারাত্মক যেটা, রেল করিডোর দিচ্ছে। এই রেল করিডোর বাংলাদেশের কোনও কাজে লাগবে না। বাংলাদেশের মাটিতে তারা রেল লাইন ব্যবহার করবে।”

বাংলাদেশ-ভারতের কানেক্টিভিটি নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “আকাশ-স্থল-নৌপথ সবখানে তারা (সরকার) ভারতকে পার্টনারশিপে দিয়েছে। পার্টনারশিপে আমাদের আপত্তি নেই, কানেক্টিভিটিতে আপত্তি নেই। বাংলাদেশ কি পেলো… সেটাই হচ্ছে প্রধান।”

আমরা তো এখানে কিচ্ছু পাইনি উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশের অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা পাইনি, তিস্তার পানি আমরা পাইনি। আমাদের সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না, আমাদের বাণিজ্য ঘাটতি আছে, সেজন্য সেখানে স্বচ্ছ কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।”

“সেজন্য আমরা সমঝোতা-চুক্তি নিয়ে যেসব কথা বলছি, সেসব সত্য কথা বলছি। আমরা কোনও ষড়যন্ত্রের কথা বলছি না। আমরা বলছি, এই অবৈধ সরকারই বাংলাদেশকে পরনির্ভরশীল করে ফেলার ষড়যন্ত্র করছে।”

হোলি আর্টিজান দিবসে এ বিষয়ে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, “হোলি আর্টিজানের বিষয়টা আমরা কনডেম করেছি, যেকোনও ধরণের জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা, আমরা আন্তর্জাতিক বা জাতীয় জঙ্গিবাদের বিরুদ্ধে।

“কিন্তু এই সরকার জঙ্গিবাদের নাম করে বিরোধী পক্ষকে হয়রানি করেছে, তাদেরকে গ্রেফতার করেছে এবং কারাগারে নিক্ষেপ করেছে।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত