বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কক্সবাজার জেলা শাখার আওতাধীন কক্সবাজার পৌরসভা, কক্সবাজার সদর ও রামু উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এই তিনটিতেই নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এসব কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কক্সবাজার পৌরসভা, কক্সবাজার সদর ও রামু উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পাশাপাশি তিনটি শাখাতেই ৭ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কক্সবাজার পৌরসভার আহ্বায়ক কমিটিতে রফিকুল হুদা চৌধুরীকে আহ্বায়ক ও মোহাম্মদ আবুল কাসেমকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল কাইয়ুম, যুগ্ম আহবায়ক রাশেদ আবেদীন সবুজ, সদস্য গিয়াস উদ্দিন, মসউদুর রহমান মাসুদ ও ছুরত আলম।
অন্যদিকে কক্সবাজার সদর উপজেলার আহ্বায়ক কমিটিতে আবদুল মাবুদকে আহ্বায়ক ও সৈয়দ নূর সওদাগরকে সচিব করা হয়েছে। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কাদের, যুগ্ম আহ্বায়ক হাবিব উল্লাহ হাবিব, সদস্য অ্যাডভোকেট সাইফুল্লাহ নূর, জুলকার নাইন ও নুরুল আমিন।
এছাড়া রামু উপজেলা আহ্বায়ক কমিটিতে মোক্তার আহমদকে আহ্বায়ক ও আবুল বশর বাবুকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফোরকান আহমদ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবদুল্লাহ, সদস্য মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, ফয়সাল কাদের ও ফরিদুল আলম।
বিএনপি নেতা ইউসুফ বদরী জানান, নবগঠিত আহ্বায়ক কমিটিগুলোকে আগামি এক মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।