১৭ বছর পর দেশের প্রিমিয়ার ফুটবলে আবার ৬ গোল করেছেন একজন! শনিবার (৪ জানুয়ারি) ঘানাইয়ান স্যামুয়েল বোয়াটেংয়ের ডাবল হ্যাটট্রিকে রহমগঞ্জ ৬-১ গোলে হারিয়েছে ওয়ান্ডারার্সকে। ৬ ম্যচে ১৫ পয়েন্ট নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানে।
এদিকে মংমনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের ম্যাচে শুরুর দিকে তপু লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও মোহামেডানের জিততে কোনও সমস্যা হয়নি। ১০ জনের দল হয়েও তারা ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। সুবাদে টানা ৬ ম্যাচ জিতে সাদাকালোরা ১৮ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে, প্রতিপক্ষ ৬ ম্যাচ হেরে পয়েন্ট শূন্য।
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে বোয়াটেং গোলের মহড়া দিয়েছেন নবাগত ওয়ান্ডারার্সের জালে। ঘানার এই ফরোয়ার্ড ২৩ মিনিটের মাথায় শুরু করেন গোল মিছিল। দুই অর্ধে তিনটা করে গোল করে ৭০ মিনিটে ডাবল হ্যাটট্রিক সম্পন্ন করেন।
দেশের শীর্ষ লিগে এটা পঞ্চম ডাবল হ্যাটট্রিকের ঘটনা। ১৯৭৩ সালে মেজর (অব) হাফিজ উদ্দিন করেন প্রথম ডাবল হ্যাটট্রিক। এরপর কাজী সালাউদ্দিন ও আরিফের আছে এমন কীর্তি। আর ২০০৭ সালে পেশাদার ফুটবল লিগের প্রথম আসরে ২০০৭ সালে ডাবল হ্যাটট্রিক করেছিলেন নাইজেরিয়ান পল নোয়াচুকু। তার ১৭ বছর পর বোয়াটেং ফিরিয়ে আনলেন এক ম্যাচে ৬ গোলের স্মৃতি।
দিনের অন্য ম্যাচে বিপজ্জনকভাবে পা চালিয়ে চট্টগ্রাম আবাহনীর অনিক ঘোষকে আহত করায় মোহামেডানের তপু ২০ মিনিটে মার্চিং অর্ডার পেয়েছেন। তবে মোহামেডানের ১০ জনের দলের বিপক্ষেও কোনও সুবিধা আদায় করতে পারেনি চট্টগ্রাম আবাহনী।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৪৭ মিনিটে তাদের গোলমুখ খুলে ফেলে মোহামেডান। মুজাফফরভের কর্নার কিকে বুরকিনা ফাসোর ডিফেন্ডার মুনজির হেডে বল জড়িয়ে দেন বন্দর নগরীর দলের জালে। এরপর নাইজেরিয়ার ইমানুয়েল সানডে এক গোল ও সৌরভ দেওয়ান করেন জোড়া গোল। আরেকটি আবাহনীর সেলিম রেজার আত্মঘাতী গোল। ইনজুরি টাইমে আবাহনীর জিতু করেছেন সান্ত্বনাসূচক গোলটি।