Beta
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

২০২৪ সালের বলিউড মাতানো ১০ গান

10 songs 24
[publishpress_authors_box]

শেষ হলো ২০২৪। ফিরে দেখা এই বছরে বলিউড শ্রোতারা দেখেছে অসংখ্য গানের রিলিজ। সব গান শ্রোতা মনে জায়গা করে না নিলেও কিছু গানতো এই ২০২৫-এও নিশ্চিতভাবে হৃদয়ে অনুরণন তুলে যাবে। কারণ বছরজুড়েই যে এই গানগুলো মাতিয়ে রেখেছিল শ্রোতাদের।

দেখে নেওয়া যাক ফেলে আসা বছরের তেমনই সেরা ১০ গান

নেয়না

‘ক্রু’ সিনেমার রোম্যান্টিক এই গানটি গেয়েছেন দিলজিৎ দোসাঞ্জ। মাঝে আছে বাদশাহর র‌্যাপ। গানে কারিনা কাপুর, টাবু এবং কৃতি শ্যাননের উপস্থিতি একই সাথে মনমুগ্ধকর এবং আবেদনময়ী। ২০২৪ সালে গানটি শ্রোতাদের মাঝে জনপ্রিয়তা পায়।

শের খুল গায়ে

‘ফাইটার’ সিনেমার এই গানটি গেয়েছেন বেনি দয়াল এবং শিল্পা রাও। গানে হৃতিক রোশান আবারও মেলে ধরেছেন তার নাচের দক্ষতা। সঙ্গে দীপিকা পাডুকোনের উচ্ছল, আকর্ষণীয় উপস্থিতি আর অনীল কাপুরের চমকপ্রদ প্রবেশ। সব মিলিয়ে দারুণ সাড়া জাগিয়েছে বলিউডের এই গান।

আঁখিয়া গুলাব

গানটি গেয়েছেন মিত্রাজ। ‘তেরি বাতোমে অ্যায়সা উলঝা জিয়া’ সিনেমার  এই গানের দৃশ্যায়নে আছেন শহীদ কাপুর এবং কৃতি স্যানন। তাদের যুগল নাচ এবং অন্তরঙ্গ মুহূর্ত; সব মিলিয়ে গানের কোরিওগ্রাফি অসাধারণ। ২০২৪ এর অন্যতম হিট গান ছিল এটি।

তওবা তওবা

বলিউড দুনিয়ায় হৈচৈ ফেলে দেওয়া এই গানটি গেয়েছিলেন করণ অজলা। ‘ব্যাড নিউজ’ সিনেমার সুপার হিট গানটিতে ভিকি কৌশলের দুর্দান্ত ডান্স আর তৃপ্তি দিমরির নয়ন মোহিনী উপস্থিতি, গানটিকে করে তুলেছে আকর্ষর্ণীয়।

ভুল ভুলাইয়া

জনপ্রিয় গান ‘ভুলভুলাইয়া’ আবারও ফিরে আসে ‘ভুলভুলাইয়া থ্রি’ সিনেমার মধ্য দিয়ে। আপ বিটের এই গানটি আবারও জয় করে নেয় শ্রোতাদের হৃদয়। গানটি গেয়েছেন পিটবুল, নিরাজ শ্রীধর এবং দিলজিৎ দোসাঞ্জ।

আজ কি রাত

‘স্ত্রী টু’ সিনেমার এই গানটি জমিয়ে তুলেছেন মূলত তামান্না ভাটিয়া। গানের দৃশ্যায়নে তামান্নার উপস্থিতি, কোরিওগ্রাফি এবং কম্পোজিশন, সব মিলিয়ে গানটিকে করে তুলেছে অনন্য। মধুবন্তি বাগচী এবং দিব্য কুমারের প্রাণবন্ত কণ্ঠে গানটি একই সঙ্গে পেয়েছে করুণ এবং দীপ্তিময় আবেশ।

বন্দে মাতরম

‘ফাইটার’ সিনেমার এই গানটি গেয়েছেন বিশাল দাদলানি, শেখর রাভজিয়ানির মতো প্রতিভাবান শিল্পী। বিশাল-শেখরের সুর সঙ্গে কুমারের গীতিকবিতা, গানটিকে সিনেমা মুক্তির আগেই পৌঁছে দিয়েছিল শ্রোতার কাছে।

সাজনি

লাপাত্তা লেডিসসিনেমার এই হৃদয়স্পর্শী গানটি গেয়েছেন আরিজিৎ সিং। রাম সম্পথ এর কম্পজিশনে এতে সুরারোপ করেছেন প্রশান্ত পান্ডে। এই গানের সুর এবং আরিজিৎ সিং-এর কন্ঠ ছুঁয়ে গেছে শ্রোতাদের।

তুম সে

এই মনোমুগ্ধকর গানটি একাধারে গেয়েছেন সচিন-জিগার, রাঘব চৈতন্য, এবং বরুণ জৈন। দৃশ্যায়নে শহীদ কাপুর এবং কৃতি স্যাননের প্রেমময় উপস্থিতি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ সিনেমার এই গানটি ২০২৪ সালে জয় করেছে বহু শ্রোতার হৃদয়।

মেরে মেহবুব

এই গানের প্লেব্যাকে কন্ঠ দিয়েছেন শিল্পা রাও এবং সাচেত ট্যান্ডন। গানে রাজকুমার রাও এবং তৃপ্তি দিমরির উপস্থিতি চমকপ্রদ। সাচিন-জিগারের সুরে এবং প্রিয়া সারাইয়ার লিরিকে গানটি ২০২৪ সালের অন্যতম বলিউড হিটে পরিণত হয়। ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ সিনেমার জনপ্রিয় গান এটি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত