প্রকাশ পেয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার ফার্স্ট লুক।
বুধবার রাজধানীর একটি হোটেলে ছিল সিনেমার ফার্স্ট লুক উন্মোচনের অনুষ্ঠান।
আসছে উদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে মেহেদী হাসান হৃদয় নির্মিত এই সিনেমা।
প্রতিটি সিনেমায় নতুন ভাবে নিজেকে উপস্থাপন করার ধারাবাহিকতায় এবারও ব্যতিক্রম ঘটাননি শাকিব খান।
‘বরবাদ’ সিনেমার ফার্স্ট লুকে দেখা গেলো তার সারা মুখে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে আছে। দামি ব্র্যান্ডের গাড়ির ওপর দুই পায়ে ভর বসেছেন। এক হাতে পিস্তল। তার পেছনে কয়েকটি ভবনে ও সড়কে আগুন জ্বলছে। কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে চারদিকে। ওপরে উড়ছে একটি হেলিকপ্টার। শাকিব খান আরেক হাতের আঙুল ঠোঁটের সামনে এনে ইশারায় চুপ থাকতে বলছেন কাউকে। সেসময় একটি কণ্ঠ বলে ওঠে, ‘শশশ…! সাইলেন্স’।
মোশন পোস্টারে এভাবেই ধরা পড়লেন শাকিব খান।
উন্মোচনের মুহূর্তে দারুণ উচ্ছ্বসিত ছিলেন এই নায়ক।
অনুষ্ঠানে তার সঙ্গে আরও ছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জির স্বত্বাধিকারী শেহরীন আক্তার, অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, শবনম ফারিয়া, প্রার্থনা ফারদিন দীঘি।
নিজের ফেইসবুক পাতাতেও ভিডিও প্রকাশ করে উচ্ছ্বাস ফার্স্ট লুকের উচ্ছ্বাস প্রকাশে রাখঢাক করেননি শাকিব খান।
মোশন পোস্টারটি ফেসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার করে শাকিব লিখেছেন, “বাংলা সিনেমার চরম অ্যাকশন-ভায়োলেন্স গাথার শুরুর সাক্ষী হোন! ‘বরবাদ’সিনেমার ফার্স্ট লুক মোশন পোস্টার দেখুন।”
শাকিব ভক্তরাও এই সিনেমা দেখার জন্য মুখিয়ে আছেন।
রিফাত নামে একজন ফার্স্ট লুক দেখে লিখেছেন, “বারবারই একটা কথা বলে আসছিলাম, মেগাস্টার শাকিব খানকে দেশের সিনেমায় এখনও সঠিক ভাবে কেউ ব্যাবহার করতে পারেনি যতোটা আমরা চাই। যতটা শাকিব খান দিতে পারবেন!
“অবশেষে বরবাদ সিনেমার এই মোশন পোস্টার দেখে মনে হচ্ছে এবার সেই মাহেন্দ্রক্ষণ সিনেমাহলে আসতে চলেছে যেখানে আমরা অনেকটাই শাকিব খানকে দর্শক চাহিদা অনুযায়ী পাবো।”
গত অক্টোবরে ‘বরবাদ’ সিনেমার শুটিং শুরু হয়। ভারতের মুম্বাইয়ে সিনেমার বেশিরভাগ দৃশ্যের কাজ হয়েছে।
শাকিব খানের সঙ্গে আবারও অভিনয় করেছেন ইধিকা পাল। এর আগে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ সিনেমায় এই জুটিকে দেখা গেছে।