দীর্ঘদিনের আক্ষেপ ঘুচতে যাচ্ছে বক্সার সুর কৃষ্ণ চাকমার। পেশাদার বক্সিংয়ে বাংলাদেশের প্রথম চ্যাম্পিয়ন সুর কৃষ্ণর দাবি ছিল একটা ভালো চাকরির। কিন্তু সুর কৃষ্ণর পাশে কেউই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছিল না।
অবশেষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) চাকরি হয়েছে সুর কৃষ্ণর। বুধবার চাকরির নিয়োগ পত্র হাতে পেয়েছেন তিনি।
বাংলাদেশের বেশিরভাগ খেলোয়াড়ই আর্থিক নিরাপত্তাহীনতায় ভোগেন। পাশের দেশ ভারতে যেখানে বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি হয়ে যায় সেরা খেলোয়াড়দের, সেখানে বাংলাদেশের খেলোয়াড়েরা থাকেন বঞ্চিত।
শেষ পর্যন্ত চাকরির নিয়োগ পত্র পেয়ে ভীষণ খুশি সুর কৃষ্ণ। সকাল সন্ধ্যাকে তিনি জানান, “আজ আমি অফার লেটার হাতে চেয়েছি। জুনিয়র অফিসার হিসেবে আমি যোগ দিব। আমি খুব খুশি। আসলে সারা জীবন খেলোয়াড়দের ফর্ম এক রকম থাকে না। ইনজুরিতে পড়তে পারি। তখন কি হবে? এসব নিয়ে সবাই চিন্তায় থাকে। খেলতে না পারলে আয় বন্ধ হয়ে যাবে। সেই হিসেবে এই চাকরিটা পেয়ে আমার অনেক উপকার হলো। ”
চাকরির পাশাপাশি খেলাটাও চালিয়ে যেতে পারবেন সুর কৃষ্ণ, “আমি ইন্টারভিউয়ের সময় তাদের জানিয়েছিলাম যেন আমি নিয়মিত অনুশীলনের সুযোগ পাই। এবং খেলারও সুযোগ পাই। সেই শর্ত মেনে নিয়েছে প্রতিষ্ঠানটি। তাই আমার খেলতে কোনও বাধা থাকবে না। এই জন্য ইউসিবি ব্যাংকের প্রতি আমি কৃতজ্ঞ। এ ব্যাপারে আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন খোরশেদ আলম স্যার (ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, ইউসিবি ব্যাংক)। তাকে ধন্যবাদ।”