Beta
সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

ওয়ার্নার-নারাইন-মিলনেরা আসতে পারেন বিপিএলে

d1
[publishpress_authors_box]

বিপিএলে এবার তারকা সংকট। একই সময়ে চলছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগ, তারপর আবার বিপিএলের দলগুলোতে আছে পারিশ্রমিক বকেয়া রাখার প্রবণতা। তবু প্রতিবার শেষ দিকে আসেন বড় কিছু নামের খেলোয়াড়। গতবার যেমন বরিশালের হয়ে শেষ দিকে এসে শিরোপা জেতাতে ভূমিকা রেখেছিলেন ডেভিড মিলার।

এবারও শেষ দিকে আসতে পারেন বড় কিছু তারকা। এরই মধ্যে অস্ট্রেলিয়ার টিম ডেভিডের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে রংপুর রাইডার্স। ডেভিড ওয়ার্নার ও সুনীল নারাইনদের সঙ্গেও তাদের চুক্তি হয়েছে বলে দাবি রংপুর ফ্র্যাঞ্চাইজিটির একটি সূত্রের। তবে কাকে কখন আনা হবে নিশ্চিত করেনি তারা।

মিলনেকে দেখা যেতে পারে বরিশালে।

আজ (সোমবার) সিডনি থান্ডার্সের হয়ে বিগ ব্যাশ ফাইনাল খেলার পর বিপিএলে আসতেই পারেন ওয়ার্নার। তিনি এর আগে ২০১৮–১৯ মৌসুমে বিপিএলে খেলেছেন সিলেট সিক্সার্সের হয়ে। আর সুনীল নারাইন বিপিএল খেলেছেন ছয় আসরে।

২ ফেব্রুয়ারি দুবাইয়ের আইএল টি-২০–তে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলবেন নারাইন। তার দল প্লে–অফে পৌঁছালে অবশ্য বিপিএলে আসার সম্ভাবনা কমে যাবে এই ক্যারিবিয়ানের। সেক্ষেত্রে বরিশালের হয়ে কাইল মায়ার্স ফিরবেন না আর! নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনে অবশ্য যোগ দিতে পারেন বরিশালে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত