বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার ইস্যুটা বেশ আলোচিত হচ্ছে চারদিকে। এজন্য নিন্দা-মন্দও হচ্ছে প্রচুর। তাই বিসিবিও বেশ বিব্রত এই ইস্যু নিয়ে। অথচ আসরটিকে আলদা করার প্রত্যয় নিয়েছিল। শেষমেষ আলদা হয়েই গেল ক্রিকেটারদের বেতন না দেওয়ার ঘটনায়! দুর্বার রাজশাহীর এই ঘটনায় বিব্রত বিসিবি এবার পরিস্থিতি মোকাবিলায় শক্ত পদক্ষেপ নিচ্ছে।
বিসিবির ১৭তম বোর্ড সভায় বিপিএলের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন পরিচালকরা। তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল ক্রিকেটারদের পারিশ্রমিকের ইস্যুটি। এ বিষয়ে ফ্র্যাঞ্চাইজিদের দুই দিনের আল্টিমেটাম দিয়েছে বিসিবি। দুই দিনের মধ্যে আলোচনার মাধ্যমে এ বিষয়টি সুরাহা করা না হলে ফ্র্যাঞ্চাইজি মালিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।
শনিবার বিসিবির এই সভায় স্ট্যান্ডিং কমিটিগুলো ঘোষণা করা হয়। মিটিং শেষে বিসিবি মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম সংবাদ মাধ্যমের মুখোমুখি হন।
দুই দিনের মধ্যে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধের ব্যাপারে বোর্ড পরিচালক মাহবুব আনাম জানিয়েছেন, “এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। এ ব্যাপারে তাৎক্ষণিক যে সিদ্ধান্ত বা পদক্ষেপ নেওয়ার, সেটা বিপিএল গভর্নিং কাউন্সিল ও ফ্র্যাঞ্চাইজি মালিকরা মিলে আলোচনা করে নেওয়া হবে। ফ্র্যাঞ্চাইজি চুক্তির মধ্যে যেসব দিকগুলো মেনে চলতে হবে, দল মালিকরা যেন সেসব মেনে চলে তা নিশ্চিত করার জন্য যা করার দরকার বিসিবি সেটাই করছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই কার্যক্রমগুলো চলমান থাকবে।”
প্রতিবারই আসর চলার মাঝখানে এমন কিছু অঘটন বিসিবির জন্য বিব্রতকর হিসেবে মেনে নিয়েছেন ইফতেখার রহমান মিঠু। এমন সব ঘটনা টুর্নামেন্টের মাঝপথে হওয়ায় আসর বন্ধ করা সম্ভব হয় না।
তবে ক্রিকেটারদের আশ্বস্ত করে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেছেন, “আমরা সম্প্রতি দেখছি, কিছু দলের ক্রিকেটারদের পারিশ্রমিক এবং অন্যান্য বিষয়ে সমস্যা হচ্ছে। আমরা এটা আমলে নিয়েছি এবং ইতিমধ্যে এটার ব্যাপারে পদক্ষেপ নিতে শুরু করেছি। বিপিএলের সঙ্গে আমাদের নাম ও বিসিবির সম্মান জড়িত। তাই এটা সিরিয়াসলি দেখা হচ্ছে। ক্রিকেটারদের শঙ্কিত হওয়ার কিছু নেই, আমরা (বিসিবি) এটা দেখব।”