বিসিবিতে হচ্ছেটা কী? বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে দ্বন্দ্বটা প্রকাশ্যে এনেছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। পদত্যাগও করতে চেয়েছিলেন তিনি। পরে অবশ্য সিলেটে দ্বন্দ্ব মিটে যাওয়ার দাবি করেছেন ফারুক আহমেদ।
প্রশ্ন হচ্ছে বোর্ডে নতুন আসা দুজন হঠাৎ দ্বন্দ্বে জড়ালেন কেন? এ নিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক, বিসিবির সাবেক পরিচালক (পদত্যাগ করেছেন) ও বিপিএলে ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন আজ (সোমবার) কথা বলেছেন গণমাধ্যমে।
সুজন কোন রাখঢাক না করেই বললেন লোভ লালসার জন্যই এমন দ্বন্দ্ব। সিলেট আউটার স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের অনুশীলন শেষে নাজমুল আবেদীন ফাহিমকে রীতিমতো ধুয়ে দিয়েছেন খালেদ মাহমুদ সুজন , ‘‘ফাহিম ভাই অনেক ইন্টারভিউ দিয়েছিলেন (পরিচালক হওয়ার পর)। উনি অনেক সুদূরপ্রসারী পরিকল্পনা করছেন, দেখছেন, চিন্তা করছেন। তো সেগুলো আমি এখন দেখতেছি না। এখন দেখতেছি লোভ লালসার মতো হয়ে যাচ্ছে যে, ক্রিকেট অপারেশনস না পেলে আমি কাজ করব না, পদত্যাগ করব। এটা তো লোভ-লালসা।’’
নাজমুল আবেদিনকে একহাত নিয়ে সুজন আরও যোগ করেন, ‘‘কেন আমার ক্রিকেট অপারেশন্স নিতে হবে? আমি যদি অন্য কমিটির চেয়ারম্যান হই, সেখানে সার্ভ করতে পারব না কেন? উনি (নাজমুল) কি ক্রিকেট অপারেশনসের মাস্টার? ওনার আগে তো আকরাম ভাই ক্রিকেট অপারেশনসের মাস্টার। উনি চাইতে পারেন। কারণ আকরাম ভাই বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং অপারেশনসের চেয়ারম্যান ছিলে। উনি কেন বলতেছেন যে এটা না পাইলে হবে না, ইগোর ব্যাপার হয়ে যাচ্ছে।’’
তবে ফারুক ও ফাহিমের দ্বন্দ্বে কষ্ট পাওয়ার কথাও বললেন সুজন, ‘‘এটা ব্যথা দেয়, দুজনেই সাবেক ক্রিকেটার। তাদের কেন ইগোর প্রবলেম হবে, তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্যই আসছে এবং তারা যখন আসে তাদের অনেক কমিটমেন্ট দেখেছি। দুজনই সিনিয়র মানুষ, আমরা যাদেরকে অনেক সম্মান করি। তাদের যখন এমন দেখি, ক্রিকেটার হিসেবে লজ্জিত হই। আসলেই আমরা কী ক্রিকেটাররা এত বেশি লোভী নাকি।’’
বিস্ফোরক এমন মন্তব্যের পাশাপাশি সাব্বির রহমানকে নিয়েও বোমা ফাটালেন সুজন। শৃঙ্খলা ভঙ্গের জন্য ঢাকা তাকে খেলায়নি বলে জানালেন তিনি, ‘‘হ্যাঁ, ট্রেনিংয়ে সাব্বির অনুপস্থিত ছিল। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের মাঝে সে অনুশীলনে আসেনি। টিম ডিসিপ্লিনের ব্যাপারও ছিল, এই কারণেই তাকে খেলানো হয়নি, বিশেষ করে তৃতীয় ম্যাচটি যেটি ছিল ২ তারিখে। ওই ম্যাচটি খেলানো হয়নি ১ তারিখে অনুশীলনে না আসার জন্য। এটা পুরোপুরি শৃঙ্খলাজনিত কারণ।তবে সে বলেছে যে, ‘সুজন ভাই ভুল হয়েছে, আপনি রাগ করবেন না।’ এটা খুব পাবলিকলি বললাম, কারণ একটা দূরত্ব থেকে যেত, এজন্য বলে দিলাম।’’