টুর্নামেন্টের শুরু থেকেই ফরচুন বরিশালকে “বুড়োদের দল” বলা হয়েছিল। তামিম ইকবাল-মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদ; দেশের তিন সিনিয়র ক্রিকেটার এই দলে। তাদের কারণেই সামাজিক যোগযোগ মাধ্যমে ওই ব্যাঙ্গ করা হয়। অথচ এ দলটাই এখন ফাইনালে। এবার বেশ বড় গলায় সকল ব্যাঙ্গ-বিদ্রুপের জবাব দিলেন মুশফিকুর রহিম।
বিপিএলের দুই পর্ব শেষে পয়েন্ট তালিকায় ছয় নম্বর পজিশনে চলে যায় বরিশাল। দলটি প্লে অফে উঠবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল। সংশয় দূর করে টানা চার জয়ে প্লে অফ নিশ্চিতের পর ফাইনালেও উঠেছে তামিম-মুশফিকরা।
রংপুর রাইডার্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার শেষে মুশফিক বলছিলেন, “আপনারা কতটুকু বিশ্বাস করছেন জানি না আমাদের প্রথম থেকেই বিশ্বাস ছিল যে আমরা ফাইনাল খেলব। দেয়ালে পিঠ ঠেকলে কিন্তু তখনই সেরা সময় পারফর্ম করার তখন হারানোর আর কিছু থাকে না। আমাদের এটা প্লাস পয়েন্ট ছিল। সবাই অনেক ফোকাস ছিল। যে ভালো খেলেছে সে ম্যাচ বের করে নিয়েছে। দলের জন্য ভালো দিক এটা।”
এরপরই নিজেদের “বুড়ো দল” বলার জবাব দেন মুশফিক। জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের তোলা এই শব্দ তার ভালো লাগেনি, “আমার কাছে খারাপ লাগে। আপনি যদি এখনও অনেক তরুণ প্লেয়ারকে আমার সামনে আনেন আমি নিশ্চিত আমার ফিটনেসের ধারেকাছেও থাকতে পারবে না। আমি এটা লিখে দিতে পারি। বয়স শুধু একটা সংখ্যা। আমাকে যারা দলে নিয়েছে তামিমকে ধন্যবাদ এবং বরিশালের মালিকপক্ষকে। আমি যেন তাদের বিশ্বাসটা ফিরিয়ে দিতে পারি পারফরম্যান্স দিয়ে।”