Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
সাকিব-তামিম প্রসঙ্গে মুশফিক

‘দুইজন দুইজনের যুদ্ধ করবে আমরা আমাদের খেলা খেলব’

d721e133-224c-438d-a8ed-de586ad797e3
[publishpress_authors_box]

বুধবার বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার মর্যাদার লড়াইয়ে রূপ নিয়েছিল। বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের মর্যাদার। দুই দলের বা বাকি ক্রিকেটারদের খারাপ-ভাল যেন গৌন।

এই সুযোগটা ভালো উপভোগ করেছেন মুশফিকুর রহিম। তামিম-সাকিব যুদ্ধের মাঝেই নিজের খেলাটা খেলেছেন বলে জানিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।  

বুধবার ফরচুন বরিশালের বিপিএল ফাইনালে ওঠার দিনে একটু ভালো মেজাজেই ছিলেন মুশফিক। তাই সাকিব-তামিম দ্বন্দ্বের বিষয়টি নিয়ে মজা করেই বলেছেন, “এরকম বড় ম্যাচে যদি একজন লাইমলাইটে থাকে তাহলে সবচেয়ে রিল্যাক্স থাকা যায়। দুইজন দুইজনের যুদ্ধ করবে আমরা আমাদের খেলা খেলব। সহজ (হাসি)। সত্যি কথা। দুইজনই অনেক রিল্যাক্স ছিল। দুজনই দুজনের মত ছিল।”

মজা করার পরই অবশ্য বাস্তবতা বুঝিয়েছেন মুশফিক। দেশের ক্রিকেটের অন্যতম বড় তারকা আহবান জানালেন সবাইকে সাকিব-তামিমের প্রতি যোগ্য সম্মান দিতে, “দুজনই তারা দলের জন্য কত অবদান রাখে। দুজনই বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। তাদেরকে নিয়ে এই কথা বলাটাই (দ্বন্দ্ব) অনৈতিক। তারা বাংলাদেশের জন্য যা দিয়েছে ইনশাল্লাহ আরও দিবে যেটা অসমান্তরাল।”

ক্রিকেট সমর্থকরা এখন সাকিব বা তামিম কোন একজনের ভক্ত হয়ে অপরজনকে দুয়ো দিচ্ছে। এমনটা দেখে মুশফিকের মাটির ভেতরে ঢুকে যেতে হচ্ছে হয়, “এমনকি ভুয়া ভুয়া যারা বলেন। মানে সাকিব আর তামিম যদি ভুয়া-ভুয়া শুনে ভাই তাহলে তো আমাদের মাটির ভেতরে ঢুকে যাওয়া উচিত।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত