“ফিনিশার” রোলের জন্যই শামীমকে জাতীয় দলে নেয়া হয়েছিল। প্রত্যাশা পূরণে ব্যর্থ ছিলেন বরাবর। সেই শামীম ফিনিশার হলেন বুধবার ফরচুন বরিশালের বিপক্ষে। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে তার বীরোচিত ইনিংসে ৭ উইকেটে ১৪৯ লড়াকু সংগ্রহ পেয়ে যায় রংপুর।
ইনিংসের ১৯ তম ওভারে ওবেদ ম্যাককয়ের ওভার থেকে ২৬ রান নিয়েছেন শামীম। পারফেক্ট ফিনিশারের ইনিংস। ওভারে তিনটি ছক্কা ও দুটি চার হাঁকিয়েছেন তিনি। সবগুলো শট অবশ্য “কপিবুক” ছিল না। অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাকরণ ভাঙ্গা শটেও ক্ষতি নেই। রান আসাটাই বড় কথা।
রংপুরের হয়ে কাজটা ভালো ভাবেই পূরণ করেছেন শামীম। ৫টি করে ছক্কা ও চারে শেষ পর্যন্ত মাত্র ২৪ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন এই তরুণ। বুধবারের ইনিংসে তার স্ট্রাইকরেট ছিল ২৪৫.৮৩। শামীম পাওয়ার ফুল ব্যাটিংয়ে শেষ ৪ ওভাওের ৬২ রান পেয়েছে রংপুর।
১২ রান করা আবু হায়দার রনিকে নিয়ে অষ্টম উইকেটে ৭২ রানের জুটি গড়েছেন। এ জুটিতে ম্যাচে টিকে ছিল সাকিব আল হাসানরা।
অথচ ইনিংসের শুরুতে বিভীষিকাময় ছিল রংপুর। ৫ ওভারের মধ্যেই সাকিবসহ টপঅর্ডারের তিনজনকে হারাতে হয় মাত্র ১৮ রানে। ১৫ ওভারের মধ্যে দলটি ৭৭ রানে ৭ উইকেট হারায়। ততক্ষণে চরম একপেশে ম্যাচ দেখছিল সবাই। প্রথম কোয়ালিফায়ারে ৯৭ রান করা জিমি নিশামের ২৮ রান ছাড়া শুরুর ৫ ব্যাটার থেকে দু’অঙ্কের ঘরে রান আসেনি।
পড়ে যাওয়া ওই অবস্থান থেকেই দলকে টেনে তোলেন শামীম। টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম ফিফটি করে জাতীয় দলে নিজের শুরুর সময়ের ভালো পারফরম ফিরিয়ে এনেছেন।