Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

বিপিএলের উদ্বোধন হবে তিন ভেন্যুতে

বিপিএল-ট্রফি-১
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

এর আগে যা কখনই হয়নি এবারের বিপিএলে দেশের ক্রিকেটপ্রেমীদের সেই অমেজ দিতে চায় বিসিবি। সেই চেষ্টায় কিছু নতুনত্বের কথা আগেই জানা যায়। সব টিকিট অনলাইনে, গ্যালারীতে ফ্রি পানির ব্যাবস্থা..এবার আরও একটি নতুন কিছুর জানান দিল বিসিবি। বিপিএলের এবারের আসরের উদ্বোধন হবে তিন ভেন্যুতে।

মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে হবে উদ্বোধনী অনুষ্ঠান। মিরপুরে ২৩ ডিসেম্বর, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ২৫ ও ২৭ ডিসেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে হবে আয়োজন। সংস্কার কাজ চলমান থাকায় আপাতত মিরপুর স্টেডিয়ামের গ্যালারী বন্ধ আছে। বিপিএলের আগেই তা ঠিক করা হবে।

তাই উদ্বোধনী অনুষ্ঠান ঢাকার আরেকটি মাঠ বনানীতে অবস্থিত সেনাবাহিনী স্টেডিয়ামে করার চিন্তা করেছিল বিসিবি। কিন্তু মাঠটি ফ্রি না থাকায় পরিকল্পনা ভেস্তে যায়। বাধ্য হয়েই মিরপুরে আয়োজন করতে হচ্ছে।

এ কারণে মিরপুরে হচ্ছে না জাতীয় লিগ টি-টোয়েন্টির নকআউট পর্ব। ১১ থেকে ২৪ ডিসেম্বর হতে যাওয়া এই আসরের প্লে অফ পর্বের চার ম্যাচ মিরপুরে হওয়ার কথা ছিল। আট দলের লিগ পর্বের খেলা হবে সিলেটের দুই মাঠে। আপাতত সেখানেই পুরো টুর্নামেন্ট হবে।    

এনসিএল টি-টোয়েন্টির ১৮টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। বাকি ১৪টি ম্যাচ দেখা যাবে টি স্পোর্টসের ইউটিউব পেজ ও অ্যাপে।

সিলেট স্টেডিয়ামের ফ্লাডলাইট সংস্কারের কারণে এই আসরের প্লে অফ পর্বের ম্যাচগুলো দিবা রাত্রির করা হচ্ছে না।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত