Beta
শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

প্রথমার্ধে ৫৯১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

ss-brac-bank-logo-2024
[publishpress_authors_box]

আমানত ও আয়ে বড় ধরনের প্রবৃদ্ধির ফলে চলতি বছরের প্রথম ছয় মাসে ব্র্যাক ব্যাংকের সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা ৫৯১ কোটি টাকায় উন্নীত হয়েছে। নিট মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে ৭৭ শতাংশ।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ব্র্যাক ব্যাংক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্ট্যান্ডঅ্যালোন বা একক ভিত্তিতে ২০২৪ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্যাংকটির গ্রাহক আমানত ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আমানতের স্থিতি দাঁড়িয়েছে ৫৭ হাজার ৫১১ কোটি টাকায়। একই সময়ে ব্যাংকটির আয় ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৬১ টাকা হয়েছে।

২০২৪ সালের প্রথম ছয় মাসে ব্র্যাক ব্যাংকের বিকাশ ও অন্যান্য অঙ্গপ্রতিষ্ঠানসহ সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা ৫৯১ কোটি টাকায় দাঁড়িয়েছে।

এর আগের বছরের (২০২৩ সাল) জানুয়ারি-জুন সময়ে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা ছিল ৩৩৪ কোটি টাকা।

এক্ষেত্রে ২০২৪ সালের প্রথমার্ধে কেবল ব্যাংকটির (অঙ্গপ্রতিষ্ঠান ছাড়া) কর-পরবর্তী নিট মুনাফা ৭১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫১৯ কোটি টাকায় উন্নীত হয়েছে, যা গত বছরের প্রথমার্ধে ছিল ৩০৩ কোটি টাকা।  

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৪ সালের প্রথমার্ধে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) ২০২৩ সালের প্রথমার্ধের ১.৭৫ টাকা থেকে বেড়ে ২.৯৫ টাকায় উন্নীত হয়েছে।

২০২৪ সালের ৩০ জুন ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ৩৯.৯৫ টাকায় উন্নীত হয়েছে, যা ২০২৩ সালের ডিসেম্বরে ছিল ৩৭.৬০ টাকা।

২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১৯.৬১ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৩৫.৮৩ টাকায় উন্নীত হয়েছে।

২০২৪ সালের প্রথম ছয় মাসে ব্যাংকটির একক (স্ট্যান্ডঅ্যালোন) খেলাপি ঋণের হার (এনপিএল) কমে ২.৮৯ শতাংশে নেমে এসেছে। ২০২৩ সালের ডিসেম্বরে ব্যাংকটির খেলাপি ঋণের হার ছিল ৩.৩৮ শতাংশ।

এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “ব্র্যাক ব্যাংকের ২০২৪ সালের প্রথমার্ধের এই প্রবৃদ্ধিযাত্রা অব্যাহত রেখে ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করতে চাই। ২০২৫ সালের মধ্যে আমরা ব্যবসা দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করেছি। বর্তমানের প্রবৃদ্ধি অর্জন আমাদের সেই লক্ষ্য পূরণের যাত্রাকেই নির্দেশ করে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত