প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের রেমিটেন্স অ্যাওয়ার্ড পেয়েছে ব্র্যাক ব্যাংক।
দেশের সবগুলো ব্যাংকের মধ্যে ২০২৩-২৪ অর্থবছরে রেমিটেন্স আহরণের দিক থেকে চতুর্থ স্থান অর্জন করায় ব্র্যাক ব্যাংককে এই পুরস্কার দেয় মন্ত্রণালয়।
গত বুধবার ঢাকায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন ব্র্যাক ব্যাংকের হেড অব রেমিটেন্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং শাহরিয়ার জামিল।
রবিবার সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ব্যাংক জানিয়েছে, দেশে রেমিটেন্স আনা সহজ করার মাধ্যমে ব্যাংকটি ২০২৪ সালে মোট ১৫০ কোটি ডলার রেমিটেন্স গ্রহণের মাইলফলক অর্জন করে। ব্র্যাক ব্যাংকের এ মাইলফলক অর্জন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং আর্থিক স্থিতিশীলতার ওপর ব্যাংকটির উল্লেখযোগ্য প্রভাব তুলে ধরে।
রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন সম্পর্কে ব্যাংকটি জানায়, এই অর্জন ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আহরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক উন্নয়নে ব্র্যাক ব্যাংকের সহায়ক ভূমিকার উল্লেখযোগ্য স্বীকৃতি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেওয়ার ভিশন নিয়ে ২০০১ সালে যাত্রা শুরু করে ব্র্যাক ব্যাংক। বর্তমানে ১৮৭টি শাখা, ৬৩টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১১১৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারেরও বেশি কর্মী কাজ করছেন প্রতিষ্ঠানটিতে। ব্র্যাক ব্যাংকের গ্রাহক সংখ্যা ১৮ লাখেরও বেশি।