Beta
শনিবার, ১ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ১ মার্চ, ২০২৫
দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

আর্জেন্টিনার হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন ব্রাজিল

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে রেকর্ড ১৩তম বার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। ছবি : এক্স
দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে রেকর্ড ১৩তম বার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। ছবি : এক্স
[publishpress_authors_box]

একেই বলে স্বপ্নের ফেরা। দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের শুরুটা হয়েছিল আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়ে। প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে সেই ব্রাজিলই জিতল টুর্নামেন্টের শিরোপা।

শিরোপার জন্য আজ (ভেনেজুয়েলার স্থানীয় সময় রবিবার) শেষ ম্যাচে বড় জয়ের লক্ষ্যে খেলতে নেমেছিল ব্রাজিল, আর্জেন্টিনা। ভেনেজুয়েলার অলিম্পিক স্টেডিয়ামে ব্রাজিল ৩-০ গোলে চিলিকে হারিয়ে সেরে রাখে নিজেদের কাজটা। শিরোপার জন্য একই স্টেডিয়ামে পরের ম্যাচে প্যারাগুয়েকে ৪-০ গোলে হারাতে হত আর্জেন্টিনার।

শেষ ম্যাচের ফল

ব্রাজিল ৩ : ০ চিলি

আর্জেন্টিনা ২ : ৩ প্যারাগুয়ে

উরুগুয়ে ১ : ৩ কলম্বিয়া

সেই চাপটা আর নিতে পারেনি লিওনেল মেসির উত্তরসূরিরা। উল্টো প্রথম ৪৭ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল তারা। শিরোপার জন্য তখন জিততে হত ৬-০ গোলে। মাহের কারিজো ৫২ ও ৬৬ মিনিটে জোড়া গোল করে ২-২ সমতা ফেরান ম্যাচে। ৮২ মিনিটে ডিয়েগো লিওনের গোলে আবারও পিছিয়ে পড়ে আর্জেন্টিনা।

 শেষ পর্যন্ত আর্জেন্টিনা ম্যাচটা হেরেছে ৩-২ গোলে। চূড়ান্ত পর্বে ৫ ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট ১৩ আর আর্জেন্টিনার ১০। এবার রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হল তাদের। কলম্বিয়া ও প্যারাগুয়ের পয়েন্ট সমান ৯। তবে হেড টু হেডে কলম্বিয়া তৃতীয় আর প্যারাগুয়ে টুর্নামেন্টটা শেষ করল চারে থেকে।

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এ নিয়ে রেকর্ড ১৩তম শিরোপা জিতল ব্রাজিল। ২০২৩ সালে কলম্বিয়ায় অনুষ্ঠিত সবশেষ আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এই প্রতিযোগিতায় উরুগুয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৮বার আর আর্জেন্টিনা শিরোপা জিতেছে ৫বার।

চূড়ান্ত পর্বের পয়েন্ট তালিকা

দলম্যাচজয়ড্রহারপয়েন্ট
ব্রাজিল১৩
আর্জেন্টিনা১০
কলম্বিয়া
প্যারাগুয়ে
উরুগুয়ে
চিলি

চূড়ান্ত পর্বে প্রথম ৪ ম্যাচ শেষে ব্রাজিল-আর্জেন্টিনার পয়েন্ট ছিল সমান ১০। গ্রুপে ৬-০ গোলে হারলেও চূড়ান্ত পর্বে আর্জেন্টিনার সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। তাতে দুই দলের পয়েন্ট সমান হয়ে যায় আর শিরোপা ভাগ্য গড়ায় শেষ ম্যাচ পর্যন্ত। হেড টু হেডে সমতা থাকায় নিজেদের শেষ ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনা জিতলে শিরোপা নির্ধারিত হত গোল গড়ে। তবে আর্জেন্টিনা ম্যাচ হারায় গোল গড়ের আর দরকার হয়নি। ৩ পয়েন্টে এগিয়ে থেকেই শিরোপা নিশ্চিত করেছে নেইমারের উত্তরসূরিরা।

ব্রাজিল ৩-০ গোলে চিলিকে বিধ্বস্ত করে চাপ বাড়িয়ে রাখে আর্জেন্টিনার ওপর। চিলি অবশ্য পাল্লা দিয়েই খেলছিল ব্রাজিলের সঙ্গে, তবে শেষ দিকে সেলেসাওদের আক্রমণের ঢেউ আর সামলাতে পারেনি তারা। ৭৩ মিনিটে ওয়াশিংটন, ৮৬ মিনিটে পেদ্রো ও ৮৮ মিনিটে মাথিয়াসের গোলে বড় জয়ই পায় ব্রাজিল। এই জয়ে নিশ্চিত হল শিরোপাও।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত