Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪
Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪

ব্রাজিলকে পেনাল্টি না দেওয়ায় কনমেবলের ভুল স্বীকার

ডি বক্সে ফাউলের শিকার ভিনিসিয়ুস। তবে রেফারি বাঁশি বাজাননি। ছবি: টুইটার
ডি বক্সে ফাউলের শিকার ভিনিসিয়ুস। তবে রেফারি বাঁশি বাজাননি। ছবি: টুইটার
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলিয়ান সমর্থকদের হতাশা এখন আরও বাড়বে নিশ্চয়! সেই সঙ্গে রাগের তীব্রতাও। ম্যাচ চলাকালীন কিংবা ম্যাচের পর রেফারি ও ভিএআরের সিদ্ধান্ত নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। কিন্তু এখন যখন কোপা আমেরিকার আয়োজক ও লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল জানাচ্ছে, ব্রাজিলকে পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল, তখন সেলেসাও সমর্থকদের মনের অবস্থা কী হতে পারে আন্দাজ করা যায়।

দেরিতে হলেও এক ভিডিও বার্তায় কনমেবল স্বীকার করেছে, কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ব্রাজিলকে পেনাল্টি না দেওয়ায় সিদ্ধান্ত ভুল ছিল রেফারি ও ভিএআরের।

ভুল স্বীকারে কনমেবল দায় সারলেও তাতে লাভ হচ্ছে না ব্রাজিলের। ম্যাটে পেনাল্টিটা পেলে হয়তো ২-১ গোলে জিততে পারতো সেলেসাওরা। সেক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে এড়ানো যেত উরুগুয়েকে।এখন আক্ষেপ-আফসোস ছাড়া কিছুই করার নেই ব্রাজিলের।

৪২ মিনিটে কলম্বিয়ার ডি বক্সের যেভাবে ভিনিসিয়ুসকে বাধা দেওয়া হয়েছিল, সেটি খালি চোখেই অনেকের কাছে ফাউল বলে মনে হয়েছে। কলম্বিয়ান ডিফেন্ডার দানিয়েল মুনোস ফেলে দিয়েছিলেন এই ফরোয়ার্ডকে। বক্সের ভেতর হওয়ায় ব্রাজিলের পেনাল্টি পাওয়ার কথা। কিন্তু রেফারি হেসুস ভালেনজুয়েলা বাঁশি বাজানানি। ভিএআরের চোখও এড়িয়ে গেছে ফাউলটি।

এখন কনমেবল নিশ্চিত করেছে ওই পেনাল্টি না দেওয়া ভুল ছিল। লাতিন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা এক ভিডিও বার্তা জানিয়েছে, “পেনাল্টি বক্সে (ভিনিসিয়ুসের সঙ্গে) বল দখলের লড়াইয়ে (কলম্বিয়ান) ডিফেন্ডার (মুনোস) বল স্পর্শ করেননি। তাদের সংঘর্ষের পর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা যৌক্তিক ছিল না।”

পরের অংশে বলা হয়েছে, “রেফারি এই ঘটনা দেখতে ব্যর্থ হয়েছেন এবং চালিয়ে গিয়েছেন খেলা। বল যে ডিফেন্ডারের পায়ে লাগেনি, এটা ভিএআরের চোখও এড়িয়ে গেছে। ফলে মাঠের সিদ্ধান্ত বহাল রেখে ভুল করেছে ভিএআর।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত