Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশের সঠিক তথ্য জানাতে ব্রিটিশ দূতকে আহ্বান 

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
[publishpress_authors_box]

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সঠিক তথ্য যুক্তরাজ্য সরকারের কাছে পৌঁছে দিতে ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার সারাহ কুকের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিটিশ দূতের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানিয়েছেন তিনি।  

ওই বৈঠকের পর তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, “আমি আমাদের অবস্থান তুলে ধরতে তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং বাংলাদেশের সঠিক চিত্র তার সরকারের কাছে তুলে ধরতে অনুরোধ করেছি।”

বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে গত ২ ডিসেম্বর ব্রিটিশ পার্লামেন্টে কতিপয় আইনপ্রণেতা ভুল তথ্য তুলে ধরেছেন বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, “আমি তাকে (কুক) জানিয়েছি, তাদের বক্তৃতায় বাংলাদেশের প্রকৃত সত্য প্রতিফলিত হয়নি। আমি তাকে তার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সত্য জানাতে অনুরোধ করেছি।”  

এর জবাবে কুক বার্তাটি পৌঁছে দেবেন বলেও উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন। এছাড়া, লন্ডনে বাংলাদেশ মিশনও সঠিক বার্তাটি পৌঁছে দিতে পদক্ষেপ নিতে পারে বলে কুক পরামর্শ দিয়েছেন।

পররাষ্ট্র উপদেষ্টা ব্রিটিশ অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের একটি বিবৃতিও তুলে ধরেন, যেখানে ৫ আগস্টের পর বাংলাদেশে আরও বেশি লোক নিহত হয়েছে অভিযোগ করা হয়েছে।

তৌহিদ হোসেন বলেন, “তাদের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। ৫ আগস্টের আগে প্রায় দেড় হাজার নিহত হয়েছে এবং বিবৃতিটিতে জুলাই-আগস্ট আন্দোলনের ঘটনাগুলোকে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে আমি তাকে (কুক) ব্যাখ্যা করেছি।”

পররাষ্ট্র উপদেষ্টা ৫ আগস্টের আগে রাস্তায় গুলি করে হত্যা করা শিক্ষার্থীদের সংখ্যার মতো মূল তথ্যগুলো বাদ দেওয়ার কথাও তুলে ধরেন। তিনি আরও বলেন, “আমি তাকে (কুক) জানিয়েছি, এই ভুল বর্ণনায় আমরা গভীরভাবে মর্মাহত হয়েছি।”

তৌহিদ বলেন, “ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই এবং বাংলাদেশে নৃশংসতা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোকে সত্য ঘটনা অবহিত করা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় বদ্ধপরিকর।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত