ম্যাথু ব্রিটজকের পাকিস্তানে আসারই কথা ছিল না। এসএ২০–এর কারণে দক্ষিণ আফ্রিকার সব ক্রিকেটার লাহোরে দলের সঙ্গে যোগ দিতে না পারায় ডাকা হয়েছিল তাকে। ২৬ বছরের সেই তরুণই অভিষেক ওয়ানডেতে করলেন বিশ্ব রেকর্ড। ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে খেললেন ১৫০ রানের ইনিংস। ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের ইনিংস এটাই।
১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের অভিষেক ওয়ানডেতে ১৪৮ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ডেসমন্ড হেইন্স। সেই রেকর্ডটাই আজ ভেঙে দিলেন ব্রিটজক। অথচ গত বছর বাংলাদেশে টেস্ট অভিষেকটা বিভীষিকার ছিল ব্রিটজকের। মিরপুরে আউট হয়েছিলেন ০ রানে।
প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫৭ ম্যাচে ৮ সেঞ্চুরিসহ ব্রিটজকের রান ৩৪১৭। লিস্ট ‘এ’তে করেছেন একটি সেঞ্চুরি। ৫৮ ম্যাচে তার রান ১৫৮৩।
ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করেছেন ১৯জন, তাদের মধ্যে সর্বোচ্চ ইনিংসটা এখন ব্রিটজকের। বাংলাদেশি কোন ব্যাটার অবশ্য অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরি পাননি। ২০২৩ সালে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে তাওহিদ হৃদয়ের ৮৫ বলে ৮ বাউন্ডারি ২ ছক্কায় ৯২ রানের ইনিংসটাই সর্বোচ্চ।
ব্রিটজকের কীর্তির ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে করেছে ৩০৪ রান। উইয়ান মুল্ডার করেছিলেন ৬৪। ম্যাট হেনরি ৫৯ রানে নেন ২ উইকেট। তবে ম্যাচটা জিততে পারেনি প্রোটিয়ারা। কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে নিউজিল্যান্ড জিতেছে ৮ বল বাকি থাকতে ৬ উইকেটে। তাতে নিশ্চিত হয়েছে ত্রিদেশীয় সিরিজের ফাইনালও। ২ ম্যাচের দুটোই জিতে তাদের পয়েন্ট ৪।
১১৩ বলে ১৩ বাউন্ডারি ২ ছক্কায় ১৩৩ রানে অপরাজিত ছিলেন উইলিয়ামসন। ২০১৯ সালের জুনের পর প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন ৭২ বলে। ডেভন কনওয়ে সেঞ্চুরি মিস করলেও তার ৯৭ রানের ইনিংসটা গুরুত্বপূর্ণ ছিল কিউইদের জয়ে।