Beta
বুধবার, ৩ জুলাই, ২০২৪
Beta
বুধবার, ৩ জুলাই, ২০২৪

বাজেট যেসবের দাম কমাচ্ছে

budget-price-decrease-060624-02
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

নতুন বাজেটে শুল্কহার কমানোর প্রস্তাবে কিছু পণ্য ও সেবায় ব্যয় কমবে বাংলাদেশের নাগরিকদের।

অর্থমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য যে ৮ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন, সেখানে বিভিন্ন পণ্যে শুল্ক হার পুনর্বিন্যাসের প্রস্তাব করেছেন।

কিডনি ডায়ালাইসিস ফিল্টার ও সার্কিট

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কিডনি ডায়ালাইসিস ফিল্টার ও সার্কিট আমদানিতে আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। ফলে কিডনি ডায়ালাইসিসের খরচ কমতে পারে।

ডেঙ্গু কিট

ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় কিট আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়ায় কিট আমদনির খরচ কমবে।

ক্যান্সারের ওষুধ

ক্যান্সার চিকিৎসার ওষুধের কাঁচামাল আমদানিতে রেয়াত সুপারিশ করায় ক্যান্সারের চিকিৎসা খরচ কমে আসতে পারে।

ল্যাপটপ

স্থানীয় পযায়ে উৎপাদিত ল্যাপটপের মান নিয়ে গ্রাহক সন্তুষ্ট না থাকায় বিদেশি ল্যাপটপের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটে শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করলেও ভ্যাট অব্যাহতির প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী। ফলে সবমিলিয়ে ল্যাপটপ আমদানিতে শুল্ককর ৩১ শতাংশ থেকে কমে ২০.৫০ শতাংশ হবে।

কম্পিউটার

বর্তমানে কম্পিউটার ও কম্পিউটার সামগ্রী আমদানির জন্য যে ৫ শতাংশ আমদানি শুল্ক রয়েছে, তা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।

রড

আবাসন শিল্পের জন্য অত্যাবশ্যকীয় পণ্য রড, বার ও এঙ্গেল তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত  ম্যাংগানিজ আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হচ্ছে। ফলে লোহাজাতীয় পণ্যের দাম কমতে পারে।

প্যাকেটজাত গুঁড়োদুধ

স্থানীয় পর্যায়ে প্যাকেটজাত গুঁড়ো দুধের দাম বেশি হওয়ায় প্যাকেটজাত গুঁড়োদুধ আমদানিতে করহার কমানোর প্রস্তাব করা হয়েছে। আড়াই কেজি ওজন পর্যন্ত গুঁড়ো দুধের ওপর করহার ৮৯.৩২ শতাংশ থেকে কমিয়ে ৫৮.৬০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে গুঁড়োদুধের বাল্ক আমদানিকারকদের জন্য মোট করহার ৩৭ শতাংশ।

বিদেশি চকলেট

আগামী বাজেটে চকলেট আমদানিতে সম্পূরক শুল্ক ৪৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হচ্ছে। ফলে বিদেশি চকলেটের দাম কমতে পারে।

উড়োজাহাজ

এভিয়েশন খাতের ইঞ্জিন-প্রপেলার আমদানি পর্যায়ে ভ্যাট ১৫ শতাংশ ছিল। তা কমিয়ে শূন্যে আনার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী পারে। এর ফলে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণে খরচ কমতে পারে।

মোটরসাইকেল

দেশে তৈরি মোটরসাইকেলের সিকেডি ইঞ্জিনের যন্ত্রাংশ আমদানির শুল্ক কমানো হচ্ছে। এ কারণে দেশে তৈরি মোটরসাইকেলের দাম কমতে পারে।

এছাড়া চিকিৎসা খাতে স্পাইনাল নিডলকে সহজলভ্য করতে এটির নতুন এইচ এস কোড তৈরি করে আমদানি শুল্ক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এসেপটিক প্যাক আমদানিতে আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ হচ্ছে। বাল্ক আকারে মিথানল আমদানির ক্ষেত্রেও আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হচ্ছে।

কার্পেট উৎপাদনকারী শিল্পের কাঁচামাল পলিপ্রোপাইলিন ইয়ার্ন আমদানিতে আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত