Beta
বুধবার, ৩ জুলাই, ২০২৪
Beta
বুধবার, ৩ জুলাই, ২০২৪

এই বাজেট লুটেরাদের জন্য : বিএনপি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের জন্য নয়, লুটেরাদের জন্য বলে মনে করছে বিএনপি। বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ অভিযোগ করে দলটি।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাবনা উপস্থাপনা করেন।

প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপির প্রতিক্রিয়া জানাতে সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “এটা তো লুটেরাদের দেশে পরিণত হয়েছে, এই সরকার লুটেরায় পরিণত হয়েছে। লুটেরাদের বাজেট হবে কি জন্য? লুট করার জন্য। এটাই আমি দেখতে পারছি যে, আবার একটা নতুন করে লুট করার জন্য পরিকল্পনা করা হয়েছে।”

বিএনপি মহাসচিব বলেন, “এই বাজেটে দেখবেন, আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। যে সমস্ত জায়গাগুলো আয়ের অংশ দেখানো হচ্ছে তাতে করে সাধারণ মানুষের ওপরে সমস্ত বোঝাটা গিয়ে পড়ে যাচ্ছে এবং এই ব্যয়টা মেটানোর জন্য তারা (সরকার) যেটা করবে সেটাও সাধারণ মানুষের ওপরে গিয়েই পড়বে।”

‘কর্মসংস্থানের কোনও ব্যবস্থা নেই’

প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থানের কোনও ব্যবস্থা নেই বলে দাবি করেছে বিএনপি।

দলটির মহাসচিব সাংবাদিকদের বলেন, “এই বাজেটের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থান জেনারেট করার, ক্রিয়েট করার মতো কিছু নাই। নতুন করে কর্মসংস্থানের কোনও ব্যবস্থা নাই।

“পুরো বাজেটটা যেন মেগা মেগা প্রজেক্টের মেগা চুরি, মেগা দুর্নীতির জন্য করা হয়েছে। এই বাজেটকে শুধুমাত্র তথাকথিত ভাষা গণবিরোধী বলব না, এটা বাংলাদেশবিরোধী বাজেট হয়েছে। জনগণের জন্য কিছু নেই। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতির জন্য এই বাজেট।”

মূল্যস্ফীতির প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, “একদিকে মূল্যস্ফীতি চরমভাবে বেড়ে গেছে। বিশেষ করে খাদ্যপণ্য, দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে এটা তাদের জন্য আর সহনীয় পর্যায় নেই।”

পেট্রোল, ডিজেল ও বিদ্যুতের দাম বাড়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এখন বাজেটের সঙ্গে সঙ্গে আবার দাম বাড়বে।”

বিএনপি মহাসচিব বলেন, “বহু মানুষ আসলে আর পারছে না, তারা শহর থেকে গ্রামে চলে যাচ্ছে। কারণ তারা ঢাকা শহরে আর টিকতে পারছে না। গ্রামে গিয়েও তারা বিপদে পড়ছে। কারণ কর্মসংস্থান নাই।”

প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে সে বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, “যারা পে করে, যারা ন্যায়ের পথে চলে তাদের ওপরে চাপটা পড়বে। যারা অন্যায় করে তাদের ওপরে কোনও কিছু হয় না।”

পার্লামেন্টে বাজেট উপস্থাপন হয়; এই পার্লামেন্ট কার- এ প্রশ্ন রেখে বিএনপি মহাসচিব বলেন, “তারাই সরকারি দল, তারাই বিরোধী দল, তারাই স্বতন্ত্র।”

গতকাল বুধবার জাতীয় সংসদে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনজন সংসদ সদস্য। এ নিয়ে আলোচনার মাঝপথে বাধা পান তাদের একজন।

এ প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, “একজন সংসদ সদস্য আলোচনা শুরু করেছিলেন বেনজীরের (বেনজীর আহমেদ) ওপরে। তাকে থামিয়ে দেওয়া হয়েছে

“এটা পয়েন্ট অব অর্ডারে আলোচনা করা যাবে না। তার মানে যেগুলো বার্নিং ইস্যুজ যেগুলো জনগণের কাছে আলোচিত সেগুলো আলোচনা হবে না।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত