Beta
বুধবার, ৩ জুলাই, ২০২৪
Beta
বুধবার, ৩ জুলাই, ২০২৪
সাধারণের বাজেট ভাবনা

‘সুবিধাগুলো যোগ্য উদ্যোক্তাদের কাছে পৌঁছায় না’

কানিজ ফাতেমা প্রিয়া মানামা।
কানিজ ফাতেমা প্রিয়া মানামা।
Picture of শেখ শাফায়াত হোসেন

শেখ শাফায়াত হোসেন

ছেলেবেলাতেই হস্তশিল্প নিয়ে কাজ করতে ভালোবাসতেন কানিজ ফাতেমা প্রিয়া মানামা। ভালোবাসার সেই কাজটি বাণিজ্যিকভাবে করার উদ্যোগ নেন ২০০৮ সালে ছাত্রাবস্থায়। সামান্য মূলধন নিয়ে ১টি টেইলর থেকে পোশাকপণ্য তৈরির পর বাজারজাত করতে সফল হন। এরই মধ্যে একাধিক প্রশিক্ষণ নিয়ে, বিভিন্ন মেলায় অংশগ্রহণ করে বেশ সুনামও কুড়িয়েছেন এই ক্ষুদ্র উদ্যোক্তা। তার হাতে প্রতিষ্ঠিত ‘ডিভাস স্টাইল’ বর্তমানে জনপ্রিয় একটি ব্র্যান্ড। তার মতে, জাতীয় বাজেটে ছোট-বড় সব ধরনের উদ্যোগকে সমান গুরুত্ব দেওয়া দরকার। এরমধ্যেও যতটুকু সুযোগ-সুবিধা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) জন্য রাখা হয়, তাও যোগ্য উদ্যোক্তাদের কাছে পৌঁছায় না বলে তার অভিযোগ। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হলে এসএমই খাত অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠবে বলে আশা করেন এই নারী উদ্যোক্তা।

সকাল সন্ধ্যা: প্রতি বছর সরকার বাজেট নির্ধারণ করে। একজন নারী উদ্যোক্তা হিসাবে আপনি এই বাজেট নিয়ে কিছু ভাবেন কি না? এবারের বাজেট নিয়ে আপনার প্রত্যাশা কী?

কানিজ ফাতেমা: আমি একটি ভারসাম্যপূর্ণ বাজেটের প্রত্যাশা করি। আমাদের দেশে নিম্নবিত্তদের হার বেশি। একারণে তাদের বিষয়গুলো বিবেচনায় রেখে বাজেট প্রণয়ন করা দরকার। 

সকাল সন্ধ্যা: বাজেটের কোন বিষয়গুলো আপনার চোখে পড়ে বেশি? তা কেন?

কানিজ ফাতেমা: ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোগগুলো। এগুলো করের চাপে অনেকটা লোকসানে থাকে। এসএমই খাতকে আরও শক্তিশালী করে তুলতে সম্ভাবনাময় খাতে কর হার কমিয়ে দিতে হবে। এতে আমাদের মতো এসএমই উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী হবেন।

সকাল সন্ধ্যা: বাজেট কেমন হওয়া উচিৎ বলে মনে করেন? বর্তমান প্রক্রিয়ায় কি কোনও পরিবর্তন আনা দরকার আছে বলে আপনার মনে হয়?

কানিজ ফাতেমা: বাজেট সব শ্রেণির মানুষের কথা মাথায় রেখে করতে হবে। উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সবার কথাই থাকতে হবে। আমাদের সমাজে মধ্যবিত্তের সংখ্যা নেহায়েত কম নয়। তাই সকল শ্রেণি-পেশার মানুষের কথা ভেবেই তৈরি করতে হবে বাজেট।

সকাল সন্ধ্যা: চলতি বছরে হস্তশিল্পকে বর্ষপণ্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই দিক থেকে বাজেটে হস্তশিল্পের সম্প্রসারণ ও রপ্তানি বৃদ্ধিতে কী পদক্ষেপ থাকা দরকার বলে আপনি মনে করেন?

কানিজ ফাতেমা: হস্তশিল্প বা স্থানীয় শিল্প বিকাশে আরও মনোযোগ দিতে হবে। রপ্তানি পণ্য কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে ভাবতে হবে। বাজেটে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে এখাতের সুযোগ-সুবিধা বাড়ানো দরকার।

সকাল সন্ধ্যা: এসএমই খাতের উন্নয়নে সরকার বাজেটে কিছু উদ্যোগ নিয়ে থাকে। তবে সেই উদ্যোগের প্রকৃত সুফল কি মেলে? এ খাতের বরাদ্দের সুফল পেতে হলে কী করা দরকার?

কানিজ ফাতেমা: বাজেটে এখন পর্যন্ত যেসবউদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো যথাযথ ও যোগ্য মানুষের কাছে অনেকাংশে পৌঁছায় না। একারণে এসএমই উদ্যোক্তারা এখনও পিছিয়ে আছে। বাজেটে সঠিকভাবে গুরুত্ব দিলে দেশের এসএমই খাত হতে পারে অথনেতির মূল চালিকাশক্তি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত