Beta
সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

এক দশকের অবসরের পর ক্যামেরন ডিয়াজ ‘ব্যাক ইন অ্যাকশন’

ক্যামেরন ডিয়াজ, হলিউড অভিনেত্রী ক্যামেরন ডিয়াজের
১৯৯৪ সালে 'দ্য মাস্ক' সিনেমা দিয়ে হলিউডে অভিষেক হয় ক্যামেরন ডিয়াজের।
[publishpress_authors_box]

গেল শুক্রবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিনেমা ব্যাক ইন অ্যাকশন যার মাধ্যমে এক দশক পর পর্দায় ফিরলেন হলিউড অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন জেইমি ফক্স।

লম্বা এই অবসরকে তার জীবনের সেরা সময় বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

বিবিসির এক অনুষ্ঠানে তিনি বলেন, “ওহ মাই গড! আমার এইটা (অবসর) ভালো লেগেছে, এইটা আমার জীবনের সেরা ১০ বছর।“

অবসর নেওয়ার কারণ কি এমন প্রশ্নের জবাবে তিনি জানান, শুধু স্বাধীনভাবে একজন মা, একজন স্ত্রী হতে এবং কিছুটা ব্যক্তিগত জীবন কাটানোর জন্যই অবসর চেয়েছিলেন তিনি।

“এইটা খুবই দারুণ ছিল… আমাকে যদি প্রতিদিন ১০ ঘণ্টার জন্য পরিবার ছেড়ে থাকতে হয় (কাজের জন্য) তাহলে আমি তা (কাজটা) করতে চাই বিনোদন জগতের সবচেয়ে প্রতিভাবান মানুষগুলোর সঙ্গে,” এই অভিনেত্রী বলেন।

১৯৯৪ সালে প্রখ্যাত অভিনেতা জিম ক্যারির বিপরীতে কমেডি সিনেমা দ্য মাস্ক দিয়ে হলিউডে অভিষেক হয় ক্যামেরন ডিয়াজের।

এরপর দীর্ঘ অভিনয় জীবন থেকে ২০১৪ সালে হঠাৎ বিরতিতে চলে যান তিনি। ঐ বছর তাকে দেখা গিয়েছিল অ্যানি সিনেমাতে।

এবার এক দশক পর অভিনয়ে ফেরা। তবে সেটা স্থায়ী হবে কি-না, এ ব্যাপারে এখনও নিশ্চিত নন বলে জানিয়েছেন অভিনেত্রী।

নেটফ্লিক্সের ব্যাক ইন অ্যাকশন সিনেমায় ক্যামেরন ডিয়াজকে দেখা যাবে সিআইএর সাবেক গুপ্তচর এমিলি চরিত্রে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত