Beta
শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

কান উৎসবের ঝকঝকে অ্যারেনায় ঘুরে ফিরে ১৯৭৯

কান উৎসবের তৃতীয় দিন রেড কার্পেটে ছড়িয়ে পড়ে সুরের মূর্চ্ছনা। ছবি: পার্থ সনজয়
কান উৎসবের তৃতীয় দিন রেড কার্পেটে ছড়িয়ে পড়ে সুরের মূর্চ্ছনা। ছবি: পার্থ সনজয়
[publishpress_authors_box]

উৎসবের দুই দিন পেরিয়ে অবশেষে সূর্যের আলোয় সুনীল হয়ে ধরা দিল ভূমধ্যসাগরের জলরাশি। তীব্র নীল ছুঁয়ে হেসে উঠল কান চলচ্চিত্র উৎসবের মূল ভেন্যু ‘পালে দ্য ফেস্টিভাল’।

সকাল থেকেই ভেন্যুতে ঢোকার দীর্ঘ লাইন। অন্যবারের চেয়ে নিরাপত্তার বেড়াজালটাও একটু বেশি। সাধারণত উৎসবের এই সময়টাতেই পালে দ্য ফেস্টিভাল অ্যারেনা সবচেয়ে জমজমাট হয়ে থাকে। এবারও তাই। সারাবিশ্বের ১৬০ দেশের ৩৫ হাজার চলচ্চিত্রপ্রেমী যে হাজির হচ্ছেন এবারের উৎসবে!

উৎসবের তৃতীয় দিনে ফেস্টিভাল অ্যারেনায় ঘুরে ফিরে এল ১৯৭৯ সাল। সকালে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে প্রদর্শিত হয় অস্ট্রেলীয় নির্মাতা জর্জ মিলারের ‘ফিউরিওসা : আ ম্যাড ম্যাক্স সাগা’ ছবিটি। ‘ম্যাড ম্যাক্স : ফিউরি রোডে’র নয় বছর পর ম্যাড ম্যাক্স সিক্যুয়াল নিয়ে কানে ফিরলেনে এই নির্মাতা। ভ্যারাইটি সাময়িকী এই সিনেমা নিয়ে সাজিয়েছে প্রতিবেদন। শিরোনাম দিয়েছে- ‘ফিউরিওসা : নট ম্যাড এনাফ’।

প্রেস কনফারেন্সে জর্জ মিলার সিনেমার কলাকুশলীরাসহ

এই সিক্যুয়ালের শুরুটা ১৯৭৯ সালে। ঐ বছরই জর্জ মিলার রীতিমতো ঐতিহাসিক এই গল্পের শুরু করেছিলেন। দুপুরে প্রেস জোনে সাংবাদিকদের মুখোমুখি হলেন জর্জ মিলার ও তার ছবির কলাকুশলীরা।

অভিনেত্রী আনিয়া টেইলর জয়, অভিনেতা ক্রিস হিমসওয়ার্থ, টম বার্কে ও পরিচালক ডুগ মিচেলকে পাশে বসিয়ে এই প্রিক্যুয়েল নির্মাতা বলেন, “আমি কখনও ভাবিনি দুইটা ম্যাড ম্যাক্স বানাবো। কিন্তু এখন পাঁচটা বানিয়ে ফেলেছি। আমি কিছুটা আশ্চার্যান্বিত। একই সঙ্গে ক্রেজিও বটে। তবে আমি বুঝতে পারি, আমি আবেগ দিয়ে পরিচালিত হই।”

উৎসবের বিকাল আর সন্ধ্যাটা জর্জ মিলারকে সরিয়ে দখলে নিলেন মার্কিন নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলা। উৎসবের শুরু থেকেই ‘হটবাজ’ তার নতুন এপিক সাই-ফাই মুভি ‘মেগালোপলিস’। প্রতিযোগিতা বিভাগে লড়াই করা ছবিটি’র প্রেস শো ছিল বিকেল পৌনে ৫টায় সালে দেবুসি থিয়েটারে। আর প্রিমিয়ার হয় সন্ধ্যা ৭টায় গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে।

এই ছবিটি নিয়ে দীর্ঘ ৪৫ বছর পর কানে ফিরলেন ফ্রান্সিস ফোর্ড কপোলা। শেষ ১৯৭৯ সালে তিনি কানে এসেছিলেন ‘অ্যাপোকেলিপস নাউ’ চলচ্চিত্রটি নিয়ে।

৮৫ বছর বয়সী কপোলা ‘মেগালোপলিস’ নির্মাণ করতে তার ওয়াইন স্টেটের একটা অংশ বিক্রি করেছেন। নিজের পকেট থেকে খরচ করেছেন ১২০ মিলিয়ন ডলার। ছবিটিতে অ্যাডাম ড্রাইভারের সঙ্গে জুটি বেঁধেছেন অব্রে প্লাজা। ছবিটিতে কপোলা ভবিষ্যতের এক পৃথিবীকে দেখিয়েছেন। যদিও কপোলার দাবি, অনুপ্রেরণাটা তিনি বর্তমান থেকেই নিয়েছেন।

সাময়িকী ভ্যারাইটি ছবিটি নিয়ে নিবন্ধ সাজাতে গিয়ে লিখেছে, ‘কপোলা হিটস কান উইথ মেগা ইস্যুস’।

প্রিমিয়ারের আগে রেড কার্পেটে হেঁটেছেন ফ্রান্সিস ফোর্ড কপোলা ও তার কলাকুশলীরা।

কানের ঝকঝকে উজ্জল দিন। ছবি : লেখক

এদিকে সকালে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের সামনে রেড কার্পেটের সিঁড়িতে মুখর ছিলেন ফরাসি নির্মাতা জুডিথ গোদরেজ। দ্বিতীয় দিনে উৎসবে দেখানো হয় তার পরিচালিত ছবি ‘মিটু’। হ্যাশট্যাগ মিটু ইস্যুতে জেরবার এবারের উৎসবে জুডিথ এদিন সকালে হাজির হয়েছেন এই ইস্যুতে যারা তাকে সমর্থন দিয়েছে তাদের নিয়ে।

উৎসবের চতুর্থ দিনে আঁ সার্তে রিগা বিভাগে দেখানো হবে ভারতীয় গল্পে বুলগেরিয়ান নির্মাতা কনস্তানতিন বোজানোভার ‘দ্য শেইমলেস’। এতে অভিনয় করেছেন বাঙালি অভিনেত্রী অরোশিখা দে।

প্রতিযোগিতা বিভাগে থাকছে গ্রিক নির্মাতা ইউরগোস লান্তিমোসের ‘কাইন্ডেস অব কাইন্ডনেস’। এদিন প্রেস কনফারেন্সে পারদ চড়বে ফ্রান্সিস ফোর্ড কপোলার ‘মেগালোপলিস’ ঘিরে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত