এভাবেও কেউ বাদ পড়ে! তাও দাবায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও র্যাঙ্কিংয়ের শীর্ষ দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের মতো তারকা। জিন্স। প্যান্ট পড়ে তিনি খেলছিলেন ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপে। দাবার নিয়ন্ত্রক সংস্থা ফিদে ২০০ ডলার জরিমানার পাশাপাশি সতর্ক করেছিল তাকে।
শুক্রবার জিন্স প্যান্ট বদলে খেলতে বললেও মানেনি কার্লসেন। তাই নিউইয়র্কে হওয়া টুর্নামেন্টের নবম রাউন্ডে খেলার অযোগ্য ঘোষণা কর হয় তাকে। এই ক্ষোভে সোমবার থেকে শুরু হতে যাওয়া ওয়ার্ল্ড ব্লিটৎজ চ্যাম্পিয়নশিপ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
জিন্স পরে খেলায় সপ্তম রাউন্ড শেষে কার্লসেনকে ২০০ ডলার জরিমানা করা হয়েছিল। অষ্টম রাউন্ডে আরিয়ান তারির বিপক্ষে জয়ের পর জিনস পাল্টানোর জন্য বলা হয় তাকে। কিন্তু রাজি হননি কার্লসেন।
এ নিয়ে ফিদের বিবৃতি, ‘‘ম্যাগনাস কার্লসেন জিনস পরে পোশাকের নীতিমালা ভেঙেছেন। এই ইভেন্টে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ জিন্স । প্রধান বিচারক কার্লসেনকে নিয়ম ভাঙা নিয়ে জানিয়ে ২০০ ডলার জরিমানা করেছেন। তাকে পোশাক পাল্টানোর অনুরোধ করলেও দুর্ভাগ্যজনকভাবে কার্লসেন তা মানেননি। এজন্য ৯ম রাউন্ডে নেওয়া হয়নি তাকে। নিয়মটা সবার জন্য সমান।’’
শিরোপা ধরে রাখার সম্ভাবনা খুব কম ছিল কার্লসেনের। অষ্টম রাউন্ড শেষে কার্লসেনের স্কোর ছিল ৫/৮, যা শীর্ষস্থানীয় খেলোয়াড়ের চেয়ে দেড় পয়েন্ট কম।
ওয়ার্ল্ড র্যাপিডে পাঁচবার আর ব্লিটৎজে সাতবারের চ্যাম্পিয়ন কার্লসেন নরওয়ের চ্যানেল এনআরকে-কে বলেছেন, ‘‘ ফিদের ওপর খু্ব বিরক্ত আমি। ওদের সঙ্গে আর কোনো কিছু করতে চাই না। দুঃখ প্রকাশ করছি, হয়তো এটা বোকামিসুলভ নীতি তবে ব্যাপারটা মজার নয়।’’
এভাবে বাদ পড়ার পর কার্লসেন ‘টেক টেক টেক’ পডকাস্টে বললেন, ‘‘ আমি ওদের বলেছিলাম আগামীকাল জিন্স বদলাব। কিন্তু তাদের কথা এখনই বদলাতে হবে। এটা নীতিগত ব্যাপার আমার জন্য, তাই বিষয়টি এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আসলে এত পাত্তা দেওয়ার মতো বয়সও আমার নেই। যদি তারা এটাই করতে চায় তাহলে অন্য কোথাও যাব, পরিবেশটা আরেকটু ভালো যেখানে।’’