Beta
শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
৩১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন

নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

nixon and wife
[publishpress_authors_box]

সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের বিরুদ্ধে টাকার অস্বাভাবিক লেনদেন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলা দুটিতে তাদের বিরুদ্ধে স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৭২টি ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ তোলা হয়েছে। এছাড়া ১৯ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়েছে।

বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ কমিশনের পক্ষে মামলা দুটি করা হয়েছে বলে জানান সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

এক মামলায় ফরিদপুর-৪ আসনের আলোচিত সংসদ সদস্য নিক্সন চৌধুরীর নিজের নামে ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৫৫ ব্যাংক হিসাবে এক হাজার ৪০২ কোটি ৫১ লাখ ৮৮ হাজার ৫৯১ টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১১ কোটি ২৩ লাখ ৬২ হাজার ৪৩৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

আরেকটি মামলায় নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের নিজের নামে ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১৭টি ব্যাংক হিসাবে এক হাজার ৭৬০ কোটি ৩৪ লাখ ৫১ হাজার ৩২০ টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

এছাড়া নিক্সন চৌধুরীর প্রত্যক্ষ সহযোগিতায় তার স্ত্রী তারিন হোসেনের বিরুদ্ধে ৮ কোটি ৫ লাখ ৯২ হাজার ৭০৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এজন্য মামলায় তারিন হোসেনের পাশাপাশি স্বামী নিক্সন চৌধুরীকেও আসামি করা হয়।

এর আগে, দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের একটি দল নিক্সন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করে। গত ২৩ অক্টোবর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে আদালত।

নিক্সন চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় বোনের নাতি। সে হিসেবে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাইয়ের ছেলে। নিক্সন চৌধুরী দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে নিজেকে প্রধানমন্ত্রীর আত্মীয় বলে প্রচার করেন।

সংসদে আওয়ামী লীগের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরীর ভাই নিক্সন। তার বাবা ইলিয়াস আহমেদ চৌধুরীও ছিলেন রাজনীতিবিদ।

২০১৬ সালে ছাদ থেকে পড়ে প্রথম স্ত্রীর মৃত্যুর পর তারিন হোসেনকে বিয়ে করেন নিক্সন চৌধুরী। যদিও ওই মৃত্যু নিয়ে রয়েছে সন্দেহ। তারিন হোসেনের বাবা আনোয়ার হোসেন মঞ্জু পাঁচবার মন্ত্রী ছিলেন।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিনকে।

আনোয়ারুল আশরাফ খানের বিরুদ্ধে মামলা

এছাড়া নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খানের নামে ও তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৩০ ব্যাংক হিসাবে ৪৪১ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক।

মামলায় আনোয়ারুল আশরাফ খান ও তার স্ত্রী আফরোজা সুলতানার নামে প্রায় ১৫ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এক মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খানের বিরুদ্ধে ১১ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৩১৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আরেক মামলায় আফরোজা সুলতানার নামে ৩ কোটি ৯৮ লাখ ৫৯ হাজার ৭৫০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতায় করায় এ মামলায় আফরোজার পাশাপাশি স্বামী আনোয়ারুল আশরাফ খানকেও আসামি করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত