Beta
সোমবার, ১০ মার্চ, ২০২৫
Beta
সোমবার, ১০ মার্চ, ২০২৫

অবৈধ সম্পদ অর্জন : সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নামে মামলা

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবি
সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবি
[publishpress_authors_box]

১০ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তার স্ত্রী আইরিন মালবিকা মুনশির বিরুদ্ধে আলাদা মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ কমিশন থেকে মামলা দুটি করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তিনি বলেন, “এক মামলায় টিপু মুনশির বিরুদ্ধে ৫ কোটি ৯০ লাখ ২৭ হাজার ৬১২ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার মোট সম্পদের পরিমাণ ১১ কোটি ৯৫ লাখ ৫৯ হাজার টাকা। বাকি ৬ কোটি ৫ লাখ ৩১ হাজার টাকার সম্পদের গ্রহণযোগ্য আয় পাওয়া যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।”

এছাড়া সাবেক বাণিজ্যমন্ত্রীর নিজের নামে ১১টি ব্যাংক হিসাবে ৩১ কোটি ১৮ লাখ টাকার বেশি অর্থের অস্বাভাবিক ও সন্দেনজনক লেনদেন করেছেন উল্লেখ করে তার বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগও আনা হয়েছে মামলায়।

আরেক মামলায় টিপু মুনশির স্ত্রীর আইরিন মালবিকার বিরুদ্ধে ৪ কোটি ১৮ লাখ ২৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তার অভিযোগে তার স্বামী টিপু মুনশিকেও আসামি করা হয়েছে।

মামলায় আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন- ২০০৪ এর ২৭(১) ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন- ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

টিপু মুনশি এ মুহূর্তে কারাগারে রয়েছেন। জুলাইয়ে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলায় গত বছরের ২৯ আগস্ট গ্রেপ্তার করা হয় তাকে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত