সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। এই মামলায় তার সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, আইনজীবী, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ৯০ জনকে।
রবিবার ঢাকার মহানগর হাকিম মাসুমা রহমানের আদালতে মামলাটি করেন লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার মোহাম্মদ আলমগীর হোসেন ভূঁইয়া নামে এক ব্যক্তি।
সোমবার সাংবাদিকদের মামলার তথ্য জানান সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি শিব শংকর।
তিনি বলেন, বিচারক বাদীর জবানবন্দি নিয়ে শেরেবাংলা নগর থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নুর তাপস, সাবেক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সিনিয়র আইনজীবী এম খুরশিদ আলম খান, মোশাররফ হোসেন কাজল, সুপ্রিম কোর্টের আইনজীবী ড. তুরিন আফরোজ, ব্যারিস্টার নিঝুম মজুমদার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সাবেক চিফ প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান, সাবিনা ইয়াসমিন মুন্নী, রানা দাশ গুপ্ত, মোহাম্মদ মোখলেছুর রহমান খান বাদল।
এছাড়া ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী আব্দুল্লাহ আবু হাসান মাহমুদ খন্দকার, পুলিশ কর্মকর্তা শহিদুল হক, বেনজীর আহমেদ, হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, সাংবাদিক শাকিল আহমেদ, ফারজানা রুপা, মোজাম্মেল হক বাবু, মুন্নী সাহা, শ্যামল দত্ত, সুভাষ সিংহ রায়ও রয়েছেন আসামির তালিকায়।
এজাহারে বলা হয়, “মোহাম্মদ আলমগীর হোসাইন ভূঁইয়া ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৬ টায় ব্যক্তিগত কাজে মিরপুর যাওয়ার উদ্দেশ্যে ফার্মগেটের তেজগাঁও কলেজের সামনে যান। ওইদিন হরতালের সমর্থনে বিরোধী দল বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। এসময় শেরেবাংলা নগর থানা পুলিশ, আওয়ামীলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলকারী ও পথচারী লোকজনদের উপর নির্বিচাররে গুলি বর্ষণ করে।
“একপর্যায়ে মিছিলকারীরা ছোটাছুটি শুরু করলে পুলিশ পথচারী ও মিছিলকারীদের হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারধর করে আটক করে। এরপর পুলিশ প্রায় ১১ জন পথচারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ছয় থেকে সাত জনকে পুলিশ হাত-পা বেঁধে নির্বিচারে গুলি করে। এর মধ্যে মোহাম্মদ আলমগীর হোসেইন ভূঁইয়া এবং অপর ভুক্তভোগী মোহাম্মদ আব্দুল্লাহ ফাহাদ পুলিশের গুলিতে চিরতরে পঙ্গু হয়ে যান। অপরজন মাঈন উদ্দিন পুলিশের গুলিতে গুরুত্বর আহত অবস্থায় দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।”
মামলার বাদি মোহাম্মদ আলমগীর হোসেইন ভূঁইয়া নিজেকে জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে অসংখ্য মামলা হয়েছে। যার সবশেষ সংযোজন এই মামলা।