Beta
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

বিকাশে বাস, ট্রেন, বিমানের টিকেট কাটলে ক্যাশব্যাক

ss-bkash-14012025
[publishpress_authors_box]

বাস, ট্রেন ও বিমানের টিকেট বুকিংয়ের টাকা বিকাশ করলে গ্রাহকরা পাবেন ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার।

এক বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সড়ক পথের টিকেট বুকিং প্ল্যাটফর্ম- যাত্রী লি., সহজ, বিডিটিকেটস; অনলাইন ট্রাভেল এজেন্সি– শেয়ারট্রিপ, গোযায়ান, এমি ট্রাভেলে বিকাশের মাধ্যমে টিকেট বুকিং দিলেই বিভিন্ন স্তরে ক্যাশব্যাক পাবেন গ্রাহক।

এছাড়া শ্যামলী পরিবহন, ইম্পেরিয়াল এক্সপ্রেস, দোয়েল এক্সপ্রেস ও লন্ডন এক্সপ্রেসের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকেট কেনার ক্ষেত্রে বিকাশ পেমেন্টেও পাচ্ছেন একই সুবিধা।

বিকাশ জানায়, সহজ ও বিডিটিকেটস থেকে বাসের টিকেট কিনে ন্যূনতম ২ হাজার টাকা পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকরা একবার পাবেন ১০০ টাকা ক্যাশব্যাক।

যাত্রী লি.-এ ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে থাকছে ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক, সর্বোচ্চ ১০০ টাকা।

এছাড়া, নির্দিষ্ট বাস কাউন্টার থেকে টিকেট কিনে ন্যূনতম ১ হাজার টাকা পেমেন্টে একবার ১০০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারছেন গ্রাহকরা।

অন্যদিকে, বিকাশ পেমেন্টে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান টিকেট বুকিংয়ে মুল ভাড়ার উপর গোযায়ান-এ ১১ শতাংশ এবং এমি ট্রাভেল-এ ১৬ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন গ্রাহকরা।

তবে এমি ট্রাভেলের অফারটি শুধুমাত্র বিকাশ অ্যাপ থেকে টিকেট কেনার ক্ষেত্রে প্রযোজ্য।

পাশাপাশি, শেয়ারট্রিপে পেমেন্টের সময় ‘FLYBKASH’ কুপন কোড ব্যবহার করে গ্রাহকরা আরও পাবেন ১৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট।

এদিকে, ট্রেনের টিকেট বুকিংয়ে ন্যূনতম ১ হাজার টাকা বিকাশ পেমেন্ট করলেই পাওয়া যাবে ২০ টাকা মোবাইল রিচার্জ কুপন। পরবর্তী ১৫ দিনের মধ্যে বিকাশের মাধ্যমে ন্যূনতম ১০০ টাকা মোবাইল রিচার্জে কুপনটি উপভোগ করা যাবে।

ক্ষেত্রবিশেষে গ্রাহকরা বিকাশ অ্যাপ দিয়ে কিউআর স্ক্যান করে, পেমেন্ট গেটওয়ে বা অ্যাপে সংযুক্ত ভিসা কার্ড থেকে সরাসরি বিকাশ পেমেন্ট বা *২৪৭# ডায়াল করে পেমেন্টের ক্ষেত্রে অফারগুলো উপভোগ করতে পারবেন।

অফার সম্পর্কে আরও জানা যাবে নিচের লিংকে-https://www.bkash.com/campaign/travel-umbrella

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত