ব্যাংকের বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমোদিত শাখাগুলো (এডি ব্রাঞ্চ) তাদের গ্রাহক ও অন্যান্য ডিলারের সঙ্গে স্বাধীনভাবে আলোচনা সাপেক্ষে দর নির্ধারণ করে ডলার কেনাবেচা করতে পারবে।
ডলারের দর আরও বেশি বাজারমুখী করার লক্ষ্য নিয়ে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি নির্দেশনা সার্কুলার আকারে জারি করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ।
সার্কুলারে বলা হয়, ৫ জানুয়ারি থেকে বিদেশি মুদ্রা লেনদেনের অনুমোদিত শাখাগুলো থেকে প্রতিদিন দুইবার বৈদেশিক মুদ্রা কেনাবেচার তথ্য বাংলাদেশ ব্যাংককে পাঠাতে হবে।
এক লাখ ডলারের বেশি কেনাবেচার তথ্য বেলা সাড়ে ১১টার মধ্যে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। এছাড়া বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বৈদেশিক মুদ্রা কেনাবেচার তথ্য বিকাল সাড়ে ৫টার মধ্যে বাংলাদেশ ব্যাংককে জানাতে বলা হয় ওই নির্দেশনায়। বাংলাদেশ ব্যাংকের সরবরাহকৃত নির্ধারিত ছকে এসব তথ্য জানাতে হবে।
সার্কুলারে বলা হয়, ১২ জানুয়ারি থেকে বিদেশি মুদ্রার কেনাবেচার তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক প্রতিদিন একটি রেফারেন্স বেঞ্চমার্ক এক্সচেঞ্জ রেট’ বা অনুসরণীয় ভিত্তিমূল্য প্রকাশ করবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে এই ভিত্তিমূল্য প্রকাশ করা হবে।
এই ভিত্তিমূল্য অনুসরণের সুবিদার্থে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময় সংক্রান্ত একটি নীতিমালাও প্রকাশের ঘোষণা দিয়েছে। যাতে বাজারভিত্তিক দরের সুবিধা নিয়ে কেউ বৈদেশিক মুদ্রা বাজারকে অস্থিতিশীল করে তুলতে না পারে। ওই নীতিমালায় নির্দেশনা লঙ্ঘন করলে ব্যাংকগুলোকে কী ধরনের দণ্ড দেওয়া হবে, তা বলা থাকবে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চলতি বছরের মধ্যে ডলারের দাম বাজারভিত্তিক করার পরামর্শ দিয়েছে। ওই পরামর্শ অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক ২০২৫ সালের মধ্যে ডলারের দর পুরোপুরি বাজারভিত্তিক করার পরিকল্পনা করছে বলে জানা গেছে।
ডলারের দর বাজারভিত্তিক করতে সাত মাস আগে ‘ক্রলিং পেগ’ ব্যবস্থা চালু করেছিল বাংলাদেশ ব্যাংক। তখন প্রতি ডলারের মধ্যবর্তী দর (মিড-রেট) ১.৫ থেকে ২ শতাংশ বেড়ে ১১৭-১১৮ টাকার মধ্যে ছিল।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত ৮ আগস্টে অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ১৩ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হন আহসান এইচ মনসুর। ১৯ আগস্ট আন্তঃব্যাংক বিদেশি মুদ্রা লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান ব্যান্ড ১ শতাংশ থেকে বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশ করার কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের ফলে ডলারের দর ১২০ টাকায় ওঠে।
তবে বাজারে ডলারের অস্থিরতার মধ্যে ডলারের দর ১২৪-১২৫ টাকায় উঠে এলে সম্প্রতি রেমিটেন্সে ডলারের সর্বোচ্চ দর ১২৩ টাকা বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। এর একদিন পরে ডলারের বাজার আরও বেশি বাজারভিত্তিক করার কথা বলে ’রেফারেন্স রেট’ চালু করে কেন্দ্রীয় ব্যাংক।